মাগুরায় হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রশিক্ষণার্থীদের নারীদের মাঝে ওয়ালটন কোম্পানির ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত। শনিবার ১৭ ফেব্রুয়ারী বেলা ১০.৩০ টার সময় আছাদুজ্জামান মিলনায়তন নোমানী ময়দান অডিটোরিয়ামে হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরীর ১৮৫ জন প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ল্যাপটপ প্রদান করা হয়। আয়োজনে মাগুরা জেলা প্রশাসন, মাগুরা সদর উপজেলা প্রশাসন, শ্রীপুর, মহম্মদপুর, SIMEC System Ltd ও Chaldal Ltd এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
হার পাওয়ার প্রকল্প ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হার পাওয়ার প্রকল্প উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান মাগুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রোগ্রামার মোঃ আবুল কাসেম পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভা মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল। এছাড়াও প্রকল্প অফিসের কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণ প্রদানকারী সিমেক সিস্টেম লি: ও চালডাল লি: প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। নারী ফ্রিল্যান্সার এসপি-১৩ ও নারী ই-কমার্স প্রফেশনাল এসপি-২৫ থেকে প্রশিক্ষণার্থী নারীদের মধ্যে থেকে মহম্মদপুর কাজী সালিমুল হক মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রী জয়নাব খাতুন, শ্রীপুর উপজেলার খামারবাড়ির ফারজান আফরিন ও মাগুরা সদর উপজেলার গ্র্যাফিক্স ডিজাইন ব্যাচ-১ কল্যাণী রাণী বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সুসংহতকরনে গৃহীত বহুমুখী কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত এবং এক্ষেত্রে বাংলাদেশ আজ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল। প্রান্তিক পর্যায়ে সংগ্রামী ও সম্ভাবনাময় নারীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি হয়ে উঠতে পারে একটি অনবদ্য মাইলফলক।
এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনলাইন মার্কেট প্লেসে কাজ করার সুযোগ সৃষ্টি হবে এবং নিশ্চিত হবে অর্থনৈতিক নিরাপত্তা। হার পাওয়ার প্রকল্প অনুষ্ঠানের সভাপতি উপ প্রকল্প পরিচালক বলেন, উক্ত প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যাপী ৪৩ টি জেলার সদর উপজেলাসহ মোট ৩ টি উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাসহ মোট ১৩০ টি উপজেলায় তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে ৪ টি ক্যাটাগরিতে (নারী ফ্রিল্যান্সার, নারী আইটি সেবাদাতা, নারী ই-কমার্স, নারী কল সেন্টার এজেন্ট) মোট ২৫ হাজার একশত পঁচিশ জন নারীকে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ ও ১ মাসব্যাপী মেন্টরশীপ সহায়তা প্রদান করা হবে।
- আরও পড়ুনঃ সাংবাদিক লায়েকুজ্জামানের ইন্তেকাল
তারই ধারাবাহিকতায় মাগুরার ৩ উপজেলায় এইচএসসি পাশ ১৮-৪০ বছর বয়সী নারীদের মাঝে ১৮৫ টি দেশীয় পণ্য ওয়ালটন কোম্পানি ব্র্যান্ডের ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।
প্রিন্ট