বাঘার খোর্দ্দবাউসা থেকে একই ভ্যানে চারঘাটের বাসুদেবপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথিমধ্যে, মাল বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬০৮৩)’র ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন রেজিয়া বেগম ওরফে মফি (৩৫) নামে গৃহবধু। আহত হন তার স্বামী।
নিহত গৃহবধু বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে আড়ানি-পুঠিয়া সড়কের চারঘাটের ফুলতলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে চালক-হেলপার সটকে পড়ে।
নিহত গৃহবধুর স্বামী হাবিবুর রহমান জানান, তার স্ত্রীর বাবা নইমুদ্দিন প্রামানিকের অসুস্থতার খবরে নিজের ভ্যানে শ^শুর বাড়ি বাসুদেবপুর যাচিছলেন। পথিমধ্যে গুড় বোঝাই করা ট্রাকটি সাইড কেটে যাওয়ার সময় ধাক্কা দেয়। এ সময় সে ছিটকে রাস্তায় পড়ে। তার স্ত্রী চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
- আরও পড়ুনঃ কালুখালীর দিঘিতে বিষ প্রয়োগ
আড়ানি বাজারের ব্যবসায়ী শহীদুজ্জামান শাহীদজানান, ট্রাকটি আড়ানি বাজার থেকে আখের গুড় বোঝাই করে আড়ানি-পুঠিয়া সড়ক হয়ে যাচ্ছিল।চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে। তবে অভিযোগ না থাকলে মরদেহের ময়না তদন্ত নাও হতে পারে।
প্রিন্ট