রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক দিঘিতে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। এতে ৫ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে কালুখালীর মোহনপুরের পদ্ম বিলের মাছ চাষী নীল চাদের দিঘিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছচাষী নীল চাঁদ জানায়, বৃহস্পতিবার সকালে সে অন্য একটি দিঘিতে মাছ ধরছিল। এই সুযোগে দূর্বত্তরা তার পদ্মবিলের দিঘিতে বিষ প্রয়োগ করে যায়।
এতে তার ৫ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। তিনি জানান, স্থানীয় একদল দুর্বৃত্ত প্রায়ই তাকে হুমকি দিত। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন মাছ চাষী নীল চাদ।
প্রিন্ট