গোপালগঞ্জের মুকসুদপুরে বেসরকারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপির নির্বাচন পরবর্তী প্রথম শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলা কেজি স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ -১ আসন থেকে ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্ত, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্র লীগের সকল নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যানগন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষ ফুলেল শুভেচছায় বরন করে নেন প্রধান অতিথিকে।
মতবিনিময় সভায় মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, আপনারা শতপ্রতিকুলতা উপেক্ষা করেও ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরনে সব সময় চেষ্টা করবো। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণের আহবান জানান।
প্রিন্ট