ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম Logo স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার Logo যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ Logo কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন Logo ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিটি অর্জনের পর বঙ্গবন্ধু কন্যা ছুটে যান নিজের জন্ম ভিটায়। শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে। আনন্দ ভাগাভাগি করেন নিজ নির্বাচনী এলাকার ভোটারদের সাথে। এবারও এর ব্যাতিক্রম নয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শনিবার দুদিনের সফরে নিজ জন্মভূমি গোপালগঞ্জর টুঙ্গিপাড়া যাবেন শেখ হাসিনা। দুই দিনের সফরে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং নির্বাচনী এলাকার দুই উপজেলার নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করবেন।
প্রথম দিন ১৩ জানুয়ারী শনিবার সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নিবেন। এরপরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
পরের দিন রোববার তার অপর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। এদিন বেলা ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন। সেখানে নেতা-কর্মীদের সাথে দুপুরের খাবার খাবেন। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
আওয়ামী লীগ প্রধানের আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মান করা হয়েছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শনিবার দুদিনের সফরে গোপালগঞ্জে আসবেন। সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে আমরা আশাকরছি।প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমূখর ও যথাযথ নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম

error: Content is protected !!

দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
প্রতিটি অর্জনের পর বঙ্গবন্ধু কন্যা ছুটে যান নিজের জন্ম ভিটায়। শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে। আনন্দ ভাগাভাগি করেন নিজ নির্বাচনী এলাকার ভোটারদের সাথে। এবারও এর ব্যাতিক্রম নয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শনিবার দুদিনের সফরে নিজ জন্মভূমি গোপালগঞ্জর টুঙ্গিপাড়া যাবেন শেখ হাসিনা। দুই দিনের সফরে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং নির্বাচনী এলাকার দুই উপজেলার নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করবেন।
প্রথম দিন ১৩ জানুয়ারী শনিবার সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নিবেন। এরপরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
পরের দিন রোববার তার অপর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। এদিন বেলা ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন। সেখানে নেতা-কর্মীদের সাথে দুপুরের খাবার খাবেন। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
আওয়ামী লীগ প্রধানের আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মান করা হয়েছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শনিবার দুদিনের সফরে গোপালগঞ্জে আসবেন। সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে আমরা আশাকরছি।প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমূখর ও যথাযথ নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।