ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দোষ স্বীকার করে শোকজের জবাব দিয়েছেন কুষ্টিয়া-১ আসনের নৌকার প্রার্থী

নৌকায় ভোট দিতেই হবে, উল্টা-পাল্টা দু’একজন করছে এসব আমি শুনবো না, বাদশাহ্’কে ভোট দিতে হবে, না হলে সব সোজা করে দিবো’ এ ধরণের হুমকিসহ নানা ভাষায় সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশকে ব্যাহত করে। এর ফলে নির্বচন আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় নির্বাচনী অনুসন্ধান কমিটি এমপি সরওয়ার জাহান বাদশাহ্ কে শোকজ করেন।

দোষ স্বীকার করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা এমপি। নির্ধারিত সময়ের মধ্যে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি নিজে স্বশরীরে না গিয়ে প্রতিনিধি কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রসিকিউটর এ্যাড. রফিকুল ইসলাম লালন এর মাধ্যমে শোকজ বা কারন দর্শাও নোটিশের লিখিত জবাব দিয়েছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ উদ দৌলা এর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি লিখিত জবাব দেন। আদালত পুলিশের ইন্সপেক্টর মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা এর কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন আ. কা. ম. সরওয়ান জাহান বাদশাহ্ এমপির প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন। লিখিত জবাবে তিনি অভিযোগের দোষ বা দায় স্বীকার করে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘অজ্ঞাতসারে বা অসাবধানতা বশত অথবা বাক্য উচ্চারণের প্রকাশভঙ্গিতে কোন ত্র“টি হয়ে থাকতে পারে’। তবে আগামীতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে অঙ্গীকার করেছেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন আচরন বিধি লঙ্ঘনের দায়ে গত ১৯ ডিসেম্বর একই অভিযোগে এমপি সরওয়ার জাহান বাদশাহ্ এর ছেলে শাইখ আল জাহান শুভ্রকে শোকজ করা হলে তিনিও নিজের ভুল স্বীকার করে শোকজের লিখিত জবাব দিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে। শোকজের জবাবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে গণমাধ্যম কর্মীরা আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপির কাছে মোবাইল ফোনে কল দিলে ফোন রিসিভ হয়নি।

তবে আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপির প্রতিনিধি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রসিকিউটর এ্যাড: রফিকুল ইসলাম লালন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. আ. কা. ম.  সরওয়ার জাহান বাদশাহ্র নির্বাচন আচরণ বিধিভঙ্গের অভিযোগে অনুসন্ধান কমিটির প্রেরিত কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দিয়েছি।

পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন অনুসন্ধান কমিটি বা নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে নির্বাচনী সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে ভোটের শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে ব্যাহত করার একটি ভিডিও ক্লিপ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কমিটি ব্যাখ্যা তলব করে কারণ দর্শানো নোটিশ দেন। গতকাল শুক্রবার নোটিশের লিখিত জবার দেওয়ার দিন ধার্য্য ছিল।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

দোষ স্বীকার করে শোকজের জবাব দিয়েছেন কুষ্টিয়া-১ আসনের নৌকার প্রার্থী

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

নৌকায় ভোট দিতেই হবে, উল্টা-পাল্টা দু’একজন করছে এসব আমি শুনবো না, বাদশাহ্’কে ভোট দিতে হবে, না হলে সব সোজা করে দিবো’ এ ধরণের হুমকিসহ নানা ভাষায় সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশকে ব্যাহত করে। এর ফলে নির্বচন আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় নির্বাচনী অনুসন্ধান কমিটি এমপি সরওয়ার জাহান বাদশাহ্ কে শোকজ করেন।

দোষ স্বীকার করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা এমপি। নির্ধারিত সময়ের মধ্যে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি নিজে স্বশরীরে না গিয়ে প্রতিনিধি কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রসিকিউটর এ্যাড. রফিকুল ইসলাম লালন এর মাধ্যমে শোকজ বা কারন দর্শাও নোটিশের লিখিত জবাব দিয়েছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ উদ দৌলা এর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি লিখিত জবাব দেন। আদালত পুলিশের ইন্সপেক্টর মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা এর কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন আ. কা. ম. সরওয়ান জাহান বাদশাহ্ এমপির প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন। লিখিত জবাবে তিনি অভিযোগের দোষ বা দায় স্বীকার করে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘অজ্ঞাতসারে বা অসাবধানতা বশত অথবা বাক্য উচ্চারণের প্রকাশভঙ্গিতে কোন ত্র“টি হয়ে থাকতে পারে’। তবে আগামীতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে অঙ্গীকার করেছেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন আচরন বিধি লঙ্ঘনের দায়ে গত ১৯ ডিসেম্বর একই অভিযোগে এমপি সরওয়ার জাহান বাদশাহ্ এর ছেলে শাইখ আল জাহান শুভ্রকে শোকজ করা হলে তিনিও নিজের ভুল স্বীকার করে শোকজের লিখিত জবাব দিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে। শোকজের জবাবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে গণমাধ্যম কর্মীরা আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপির কাছে মোবাইল ফোনে কল দিলে ফোন রিসিভ হয়নি।

তবে আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপির প্রতিনিধি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রসিকিউটর এ্যাড: রফিকুল ইসলাম লালন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. আ. কা. ম.  সরওয়ার জাহান বাদশাহ্র নির্বাচন আচরণ বিধিভঙ্গের অভিযোগে অনুসন্ধান কমিটির প্রেরিত কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দিয়েছি।

পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন অনুসন্ধান কমিটি বা নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে নির্বাচনী সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে ভোটের শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে ব্যাহত করার একটি ভিডিও ক্লিপ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কমিটি ব্যাখ্যা তলব করে কারণ দর্শানো নোটিশ দেন। গতকাল শুক্রবার নোটিশের লিখিত জবার দেওয়ার দিন ধার্য্য ছিল।


প্রিন্ট