ঢাকা , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি খলিল আটক Logo উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী Logo বিএনপির চেয়ারপার্সনের সুস্বাস্থ্য কামনায় দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ Logo তানোরে পথচারীদের মাঝে ছাতা ও খাবার বিতরণ Logo সালথায় স্কুলের টিউবওয়েলের পানি খেয়েই ১৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ Logo গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ Logo ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ভেড়ামারা সাংবাদিক কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Logo তানোরে রাব্বানী-মামুন একট্টা জনমনে মিশ্রপ্রতিক্রিয়া
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাবনা-৩ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মোঃ আব্দুল হামিদ মাস্টারকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
 বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দিয়েছেন।
আসনটিতে টানা তিনবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ মাস্টার জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
দুই প্রার্থীকে দেয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি আপনার (আপনাদের) নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে ও  পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন। যা একটি নির্বাচন পূর্ব অনিয়ম।
আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতঃদৃেষ্ট প্রতিয়মান হয়েছে।
আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আওয়ামীলীগের প্রার্থী মকবুল হোসেনকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, নোটিশ এখনও হাতে পাইনি। অধিক নির্বাচন ক্যাম্পের বিষয়টি নজরে আসেনি। কর্মী-সমর্থকরা করতে পারেন। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কর্মী-সমর্থকদের আইন মেনে চলতে নির্দেশ দেয়া হবে। নোটিশ পেলে যথাসময়ে জবাব দেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি খলিল আটক

error: Content is protected !!

পাবনা-৩ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মোঃ আব্দুল হামিদ মাস্টারকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
 বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দিয়েছেন।
আসনটিতে টানা তিনবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ মাস্টার জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
দুই প্রার্থীকে দেয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি আপনার (আপনাদের) নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে ও  পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন। যা একটি নির্বাচন পূর্ব অনিয়ম।
আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতঃদৃেষ্ট প্রতিয়মান হয়েছে।
আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আওয়ামীলীগের প্রার্থী মকবুল হোসেনকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, নোটিশ এখনও হাতে পাইনি। অধিক নির্বাচন ক্যাম্পের বিষয়টি নজরে আসেনি। কর্মী-সমর্থকরা করতে পারেন। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কর্মী-সমর্থকদের আইন মেনে চলতে নির্দেশ দেয়া হবে। নোটিশ পেলে যথাসময়ে জবাব দেয়া হবে।