ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ মহিলার আত্মাহত্যা Logo গোপালগঞ্জে হামলার প্রতিবাদে হাতিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নলছিটিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo হলদিয়া গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা Logo রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ফরিদপুরে বাজুসের ‌ ৬০ তম জন্মদিন পালন  Logo বাগাতিপাড়ায় নবাগত ইউএনওর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সৌজন্য সাক্ষাৎ Logo তানোরে যাঁতাকল শিল্প বিলুপ্তপ্রায় Logo ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুর হাসপাতালে দুইদিনে ৯০ জন ডায়রিয়া রোগী ভর্তি, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরে ৫০ শয্যা বিশিষ্ট লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুইদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯০ জন রোগী ভর্তি হয়েছেন। হঠাৎ ডায়রিয়া রোগীর এমন অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। খাবার ও পানিতে থাকা জীবাণু থেকে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তব্যরত চিকিৎসকরা।

রবিবার (১ জুন) বিকাল পর্যন্ত পেট ব্যথা, ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে গত ৪৮ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকুলান না হওয়ায় অর্ধশত রোগী হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, আক্রান্ত এসব রোগী পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিক। তারা জানান, দুপুরে খাওয়ার জন্য শ্রমিকরা সাধারণত বাড়িতে তৈরি করা খাবার নিয়ে যান। তবে ক্যান্টিন ও কারখানায় সরবরাহ করা পানি তারা পান করেন। গত ২৪ মে থেকে শ্রমিকরা পেট ব্যথা, ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হতে থাকেন। তবে গত বৃহস্পতিবার থেকে এ সমস্যা প্রকট আকার ধারণ করে। প্রথম দিকে ইপিজেড চিকিৎসা কেন্দ্র ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসা নিলেও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তারা নিজস্ব উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-সেনাবাহিনীর মেডিকেল টিমের হাসপাতাল পরিদর্শন।

চিকিৎসা নিতে আসা উপজেলার সালামপুর গ্রামের মোছাঃ সুমি বেগম (২৩) জানান, তিনি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর মাতসুওকা বাংলাদেশ লিমিটেডের সুইং বিভাগের একজন শ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার পেট ব্যথা শুরু হয়। এরপর ডায়রিয়া ও বমি শুরু হলে তিনি উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে দুইদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন উপজেলার মোহরকয়া গ্রামের বাসিন্দা ও রেনেসাঁ বাংলাদেশ লিমিটেডের শ্রমিক সুমাইয়া খাতুন (৩০), অস্কর বাংলাদেশ লিমিটেডে কর্মরত নুরুল্লাপুর গ্রামের মোসাঃ মিতা খতুন (২২), ভেনটেক্স ডেনিম স্টুডিও লিমিটেড (এবা গ্রুপ) এর মোঃ আশরাফুল ইসলাম (২২) সহ অন্যরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুনজুর রহমান বলেন, খাদ্য ও পানিতে থাকা জীবাণু থেকে রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ৩দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘন্টায় আরো ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি আছেন। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণ রোগী থেকে আলাদা করা হয়েছে। কলেরা স্যালাইনের সংকট হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় ব্যবস্থাপনায় কলেরা স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫০ টি আইভি (কলেরা) স্যালাইন প্রদান করা হয়েছে। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। এছাড়া ইতিমধ্যে সেনাবাহিনীর মেডিকেল টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নেওয়া হবে। তারাও প্রস্তুত রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান জানান, তিনি দুপুরে হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্বাহী পরিচালক এ.বি.এম. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত রয়েছি। ইপিজেড স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পানি থেকে সমস্যা হয়েছে কিনা জানার জন্য ইতিমধ্যে ইপিজেডের পানি পরীক্ষা করতে ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে। আপাতত শ্রমিকদের ইপিজেডে সরবরাহকৃত পানি পান করতে নিষেধ করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ মহিলার আত্মাহত্যা

error: Content is protected !!

লালপুর হাসপাতালে দুইদিনে ৯০ জন ডায়রিয়া রোগী ভর্তি, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

আপডেট টাইম : ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরে ৫০ শয্যা বিশিষ্ট লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুইদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯০ জন রোগী ভর্তি হয়েছেন। হঠাৎ ডায়রিয়া রোগীর এমন অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। খাবার ও পানিতে থাকা জীবাণু থেকে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তব্যরত চিকিৎসকরা।

রবিবার (১ জুন) বিকাল পর্যন্ত পেট ব্যথা, ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে গত ৪৮ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকুলান না হওয়ায় অর্ধশত রোগী হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, আক্রান্ত এসব রোগী পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিক। তারা জানান, দুপুরে খাওয়ার জন্য শ্রমিকরা সাধারণত বাড়িতে তৈরি করা খাবার নিয়ে যান। তবে ক্যান্টিন ও কারখানায় সরবরাহ করা পানি তারা পান করেন। গত ২৪ মে থেকে শ্রমিকরা পেট ব্যথা, ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হতে থাকেন। তবে গত বৃহস্পতিবার থেকে এ সমস্যা প্রকট আকার ধারণ করে। প্রথম দিকে ইপিজেড চিকিৎসা কেন্দ্র ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসা নিলেও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তারা নিজস্ব উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-সেনাবাহিনীর মেডিকেল টিমের হাসপাতাল পরিদর্শন।

চিকিৎসা নিতে আসা উপজেলার সালামপুর গ্রামের মোছাঃ সুমি বেগম (২৩) জানান, তিনি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর মাতসুওকা বাংলাদেশ লিমিটেডের সুইং বিভাগের একজন শ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার পেট ব্যথা শুরু হয়। এরপর ডায়রিয়া ও বমি শুরু হলে তিনি উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে দুইদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন উপজেলার মোহরকয়া গ্রামের বাসিন্দা ও রেনেসাঁ বাংলাদেশ লিমিটেডের শ্রমিক সুমাইয়া খাতুন (৩০), অস্কর বাংলাদেশ লিমিটেডে কর্মরত নুরুল্লাপুর গ্রামের মোসাঃ মিতা খতুন (২২), ভেনটেক্স ডেনিম স্টুডিও লিমিটেড (এবা গ্রুপ) এর মোঃ আশরাফুল ইসলাম (২২) সহ অন্যরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুনজুর রহমান বলেন, খাদ্য ও পানিতে থাকা জীবাণু থেকে রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ৩দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘন্টায় আরো ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি আছেন। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণ রোগী থেকে আলাদা করা হয়েছে। কলেরা স্যালাইনের সংকট হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় ব্যবস্থাপনায় কলেরা স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫০ টি আইভি (কলেরা) স্যালাইন প্রদান করা হয়েছে। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। এছাড়া ইতিমধ্যে সেনাবাহিনীর মেডিকেল টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নেওয়া হবে। তারাও প্রস্তুত রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান জানান, তিনি দুপুরে হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্বাহী পরিচালক এ.বি.এম. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত রয়েছি। ইপিজেড স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পানি থেকে সমস্যা হয়েছে কিনা জানার জন্য ইতিমধ্যে ইপিজেডের পানি পরীক্ষা করতে ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে। আপাতত শ্রমিকদের ইপিজেডে সরবরাহকৃত পানি পান করতে নিষেধ করা হয়েছে।


প্রিন্ট