জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে রাজবাড়ী – ২ আসনের নির্বাচনী মাঠ। আসনটি পাংশা,বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত। এ আসনের নির্বাচনী মাঠে তৃণমুলের ভোটারদের দ্বারে ঘুরে ভোটারদের দৃষ্টি আকৃষ্ট করছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক। তার প্রতীক ঈগল পাখি।
প্রতিদিনই তিনি ৩ টি উপজেলা ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন। তুলে ধরছেন তার যোগ্যতার কথা। গড়ে তুলছেন তার প্রতি সুদৃঢ় জনমত।
তার এ শক্ত অবস্থানের কারনে প্রতিপক্ষের ভীত নড়ে উঠেছে। এজন্য প্রতিদিনই হামলা হচ্ছে তার প্রচার মাইকে। বিভিন্ন স্থান থেকে ছিড়ে ফেলা হচ্ছে ঈগল পাখি পোষ্টার।
- আরও পড়ুনঃ e-Paper-28.12.2023
তবে এসব হীন কর্ম করেও থামানো যাচ্ছে না নুরে আলম সিদ্দিকী হককে। বিভিন্ন মুদি দোকান,চা স্টলে পোষ্টাল ছেড়ার গল্পটাও আলোচনার বিষয়ে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালুখালীর বঙ্গবন্ধু চত্ত্বরে জনসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক জানায়, মানুষ আমাকে ভালোবেসে ভোট দিবে। পোষ্টারের ছিড়ে বা মাইক ভেঙ্গে মানুষের দৃষ্টি সরানো যাবে না।
তিনি পাংশা,বালিয়াকান্দি ও কালুখালীর মানুষের উন্নয়নের স্বার্থে ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
প্রিন্ট