মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগতিায় কমিউনিটি এনগেঞ্জমেন্ট বিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মেয়াদকালে এ কার্যক্রম বাস্তবায়তি হয়।
রবিবার ১৭ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা, শিক্ষক ও স্কুল কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের নিয়ে ওর্য়াকশপ, কমিউনিটি ডায়ালগ, নির্বাচিত জনপ্রতিনিধি ও জনগুরুত্বপূর্ণ ব্যক্তিগণদের নিয়ে স্যানিটাইজেশন মিটিং এবং বাবা সমাবেশের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমাজের বিভিন্ন ক্ষতিকর প্রথা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের বিভিন্ন সুকুমার বৃত্তি উন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠান হয়।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা অংশগ্রহণ করনে। মাগুরা জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে এবং এ ধরনের অনুষ্ঠান করার জন্য ইউনিসেফ এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রিন্ট