মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে একটি গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বাছের বেপারী ডাঙ্গী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সুমন ওরফে হালান বেপারীর টিনশেড দোচালা গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোয়াল ঘরের ভিতরে থাকা তিনটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নরেন্দ্র নাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা।
প্রিন্ট