নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ও পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মেয়ে মিলি খাতুনের অভিযোগ, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা ও জানালা তৈরি করতে দেন চাচা আমিরুলের কাছে। দরজা কেনার পরে টাকার অভাবে আব্দুল্লাহ জানালা নেবেন না বলে চাচা আমিরুলকে জানান। কিন্তু জানালা নিতে হবে বলে চাচা তাদের বাড়িতে আসেন। এ সময় জানালা না নেয়ায় আব্দুল্লাহকে মারধর করে বাড়ি ফিরে যান আমিরুল।
এ ঘটনার পরে আবারো রাত ৯টার সময় মনির হোসেনের চাচাতো ভাই মৃত আমেদ আলীর ছেলে আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আব্দুল্লাহকে মারধর করেন। এ সময় আমার বাবা মনির হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করেন।এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পরিবারের লোক প্রতিবেশীদের সহযোগিতায় আব্দুল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
- আরও পড়ুনঃ লেবু চাষ করে পাল্টে গেছে মিন্টুর ভাগ্য!
প্রিন্ট