ঢাকা , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি খলিল আটক Logo উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী Logo বিএনপির চেয়ারপার্সনের সুস্বাস্থ্য কামনায় দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ Logo তানোরে পথচারীদের মাঝে ছাতা ও খাবার বিতরণ Logo সালথায় স্কুলের টিউবওয়েলের পানি খেয়েই ১৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ Logo গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ Logo ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ভেড়ামারা সাংবাদিক কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Logo তানোরে রাব্বানী-মামুন একট্টা জনমনে মিশ্রপ্রতিক্রিয়া
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লেবু চাষ করে পাল্টে গেছে মিন্টুর ভাগ্য!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাগজি লেবু চাষ করে সফল মিন্টু (৪৫) নামের এক লেবু চাষী। ৮০টি কলম চারা লাগিয়ে এলাকায় বিশাল লেবু চাষী হয়েছেন মিন্টু । বছরে কলম চারা থেকে প্রায় এক থেকে দেড় লাখ লেবু উৎপাদন করে স্থানীয় বাজারে লেবুর চাহিদা পুরণ করেছেন। এলাকার মানুষ তাকে লেবু মিন্টু বলেই চেনেন। সফল এই চাষীর বাড়ি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নোলুয়া গ্রামে।

 

লেবু চাষী মিন্টু বলেন, ৯৭ সালে পঁচিশ টাকা দিয়ে ৪টি গোল কাগজি লেবুর চারা এনে বাড়ির লাগাই। দেড় বছর পর চারটি গাছে প্রায় ৫ শতাধিক লেবু ধরে। গ্রাম্য পাইকার ডেকে লেবু বিক্রি করে ভালো লাভ হয়। বাজারে লম্বা জাতের কাগজি লেবুর চাহিদাবেশি থাকায় ২০০০ সালে জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে ৪০টি কলম চারা বিশ টাকা দরে কিনে প্রথমে ১৭শতক জমিতে রোপন করি।

 

ফলন ভালো হওয়ায় পরে ৩০ শতক জমিতে আরোও ৬০টি লম্বা জাতের কাগজি লেবুর কলম চারা রোপন করি। ৩বছর পর বাগান থেকে এক থেকে দেড় লাখ টাকা করি। ধান রোপনের চেয়ে লেবুর বাগানে লাভ বেশি। লেবু চাষের খরচও কম। লেবু মিন্টু তার লেবু বাগান দেখে অবাক হয়ে অনেকে ধান চাষের পরিবর্তে লেবু চাষের উপর ঝুঁকে পড়েছেন। বাগান করার জন্য কৃষি অফিসে গিয়ে অনেকে পরামর্শ নিচ্ছেন।

 

লেবু চাষ করে মিন্টুর ছেলে মেয়েদের পড়াশোনা খরচের পাশাপাশি সংসারের চাহিদা পূরণ করছেন। একসময় অভাবের সংসারে মেটাতে পারত না ছেলে মেয়েদের চাহিদা ও সংসারের খরচ। এখন লেবু চাষ করে পাল্টে গেছে ভাগ্য বদলে গেছে জীবন সংসারের নেই কোন চিন্তা। কিনেছেন জমি, করেছেন পাকা বাড়ি, গাড়ি। এলাকায় লেবু মিন্টু হিসেবে পরিচিত লাভ করছেন তিনি।

 

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা বলেন, মিন্টু একজন সফল চাষী। প্রতিবছর লেবু বাগান থেকে কয়েক লাখ টাকা আয় করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি খলিল আটক

error: Content is protected !!

লেবু চাষ করে পাল্টে গেছে মিন্টুর ভাগ্য!

আপডেট টাইম : ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাগজি লেবু চাষ করে সফল মিন্টু (৪৫) নামের এক লেবু চাষী। ৮০টি কলম চারা লাগিয়ে এলাকায় বিশাল লেবু চাষী হয়েছেন মিন্টু । বছরে কলম চারা থেকে প্রায় এক থেকে দেড় লাখ লেবু উৎপাদন করে স্থানীয় বাজারে লেবুর চাহিদা পুরণ করেছেন। এলাকার মানুষ তাকে লেবু মিন্টু বলেই চেনেন। সফল এই চাষীর বাড়ি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নোলুয়া গ্রামে।

 

লেবু চাষী মিন্টু বলেন, ৯৭ সালে পঁচিশ টাকা দিয়ে ৪টি গোল কাগজি লেবুর চারা এনে বাড়ির লাগাই। দেড় বছর পর চারটি গাছে প্রায় ৫ শতাধিক লেবু ধরে। গ্রাম্য পাইকার ডেকে লেবু বিক্রি করে ভালো লাভ হয়। বাজারে লম্বা জাতের কাগজি লেবুর চাহিদাবেশি থাকায় ২০০০ সালে জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে ৪০টি কলম চারা বিশ টাকা দরে কিনে প্রথমে ১৭শতক জমিতে রোপন করি।

 

ফলন ভালো হওয়ায় পরে ৩০ শতক জমিতে আরোও ৬০টি লম্বা জাতের কাগজি লেবুর কলম চারা রোপন করি। ৩বছর পর বাগান থেকে এক থেকে দেড় লাখ টাকা করি। ধান রোপনের চেয়ে লেবুর বাগানে লাভ বেশি। লেবু চাষের খরচও কম। লেবু মিন্টু তার লেবু বাগান দেখে অবাক হয়ে অনেকে ধান চাষের পরিবর্তে লেবু চাষের উপর ঝুঁকে পড়েছেন। বাগান করার জন্য কৃষি অফিসে গিয়ে অনেকে পরামর্শ নিচ্ছেন।

 

লেবু চাষ করে মিন্টুর ছেলে মেয়েদের পড়াশোনা খরচের পাশাপাশি সংসারের চাহিদা পূরণ করছেন। একসময় অভাবের সংসারে মেটাতে পারত না ছেলে মেয়েদের চাহিদা ও সংসারের খরচ। এখন লেবু চাষ করে পাল্টে গেছে ভাগ্য বদলে গেছে জীবন সংসারের নেই কোন চিন্তা। কিনেছেন জমি, করেছেন পাকা বাড়ি, গাড়ি। এলাকায় লেবু মিন্টু হিসেবে পরিচিত লাভ করছেন তিনি।

 

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা বলেন, মিন্টু একজন সফল চাষী। প্রতিবছর লেবু বাগান থেকে কয়েক লাখ টাকা আয় করে।