ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ Logo অবৈধ সম্পদঃ হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা Logo বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেইঃ -রুহুল কবির রিজভী Logo এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা Logo ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌ অনুষ্ঠিত Logo লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন Logo কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Logo নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিঃ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে Logo ফরিদপুরে ২৭টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরে পাকা ধান ঝরে পড়ছে জলাবদ্ধ জমিতে, টানা বৃষ্টিতে কৃষকের সর্বনাশ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে তিন ফসলি যেসব আলুর জমিতে টি-আমণ রোপণ করা হয়েছিল।সেসব জমির ধান কেটে এখন রোপা আমন ধানের চারা রোপণের কথা অথচ অনেক জমির ধান এখনো কাটতেই পারেননি কৃষক। সময়মত ধান পাকলেও আষাঢ়ের শুরু থেকে টানা বর্ষণে জমিতে সৃষ্ট জলাবদ্ধতায় একদিকে কৃষক কাটতে পারছেন না,অন্যদিকে ধান গাছের গোড়া থেকে নতুন ধানগাছের জন্ম নিয়ে ‘ক্যাঁতাড়ি’ সৃষ্টি হয়েছে।

গতকাল সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন দৃশ্য দেখা গেছে। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর, আড়াদীঘি, নারায়নপুর, সরনজাই ইউপির শুকদেবপুর, কামারগাঁ ইউপির সাধুর মোড় ও হরিপুর মাঠে দেখা যায়, আলুর জমিতে রোপণ করা ধান পেকে জমিতে নষ্ট হচ্ছে। জমিতে পানি জমে ছোট ছোট কচুরিপানা জন্মেছে। পাকা ধানের গাছের গোড়া থেকে নতুন গাছ জন্মেছে যাকে স্থানীয়ভাবে ‘ক্যঁতাড়ি’ বলা হয়। ফলে পাকা ধান কাটার কোন সুযোগ পাচ্ছেন না কৃষক। অধিকাংশ মাঠে পাকা ধানের গোছা থেকে জমিতেই ঝরে পড়ে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। কৃষকরা জানান, আলুর জমির ধান কেটে একই জমিতে এখন রোপা-আমন ধানের চারা রোপনের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ধান কাটতে না পেরে চারা রোপনের প্রস্তুতিও নেওয়া যায়নি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জৈষ্ঠমাসের শেষ দিকে জমির ধান পাক ধরা মাত্র যারা ধান কেটেছেন তাদের সমস্যা হয়নি।কিন্ত্ত যারা খড় করার আশায় জমির ধান পুরোপুরি পাকার জন্য অপেক্ষা করেছিল তারা সমস্যায় পড়েছে।এদিকে পুরো মাঠের ধান একই সঙ্গে পাকায় ধান কাটা যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টর) মেশিন দিয়েও কভার করা যাচ্ছে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিলো। আলু তোলার পর পুরো জমিতেই টি-আমণ ধান চাষ করেছেন কৃষকরা। আষাঢ়ের প্রথম দিন থেকে টানা বৃষ্টিতে বর্তমানে বেশির ভাগ জমিতে পানি জমেছে। এতে শ্রমিকরা ধান কেটে মাঠ থেকে আনতে পারছেন না। তবে রাস্তার ধারের কিছু কিছু জমি থেকে ট্রাক্টরে কাটা ধান নিয়ে আশা হচ্ছে। অধিকাংশক্ষেত্রে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কেটে অল্প সময়ের মধ্যেই সড়কের ধারে সরাসরি বস্তাবন্দি করা হচ্ছে। বস্তাবন্দি করা ধান সড়কের ধার থেকেই ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন পাইকার ব্যবসায়ীরা।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, যেসব আলুর জমি থেকে এখনো ধান কাটা সম্ভব হয়নি সেসব জমিতে রোপা আমন ধানের আবাদ বিলম্বিত হতে পারে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ

error: Content is protected !!

তানোরে পাকা ধান ঝরে পড়ছে জলাবদ্ধ জমিতে, টানা বৃষ্টিতে কৃষকের সর্বনাশ

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে তিন ফসলি যেসব আলুর জমিতে টি-আমণ রোপণ করা হয়েছিল।সেসব জমির ধান কেটে এখন রোপা আমন ধানের চারা রোপণের কথা অথচ অনেক জমির ধান এখনো কাটতেই পারেননি কৃষক। সময়মত ধান পাকলেও আষাঢ়ের শুরু থেকে টানা বর্ষণে জমিতে সৃষ্ট জলাবদ্ধতায় একদিকে কৃষক কাটতে পারছেন না,অন্যদিকে ধান গাছের গোড়া থেকে নতুন ধানগাছের জন্ম নিয়ে ‘ক্যাঁতাড়ি’ সৃষ্টি হয়েছে।

গতকাল সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন দৃশ্য দেখা গেছে। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর, আড়াদীঘি, নারায়নপুর, সরনজাই ইউপির শুকদেবপুর, কামারগাঁ ইউপির সাধুর মোড় ও হরিপুর মাঠে দেখা যায়, আলুর জমিতে রোপণ করা ধান পেকে জমিতে নষ্ট হচ্ছে। জমিতে পানি জমে ছোট ছোট কচুরিপানা জন্মেছে। পাকা ধানের গাছের গোড়া থেকে নতুন গাছ জন্মেছে যাকে স্থানীয়ভাবে ‘ক্যঁতাড়ি’ বলা হয়। ফলে পাকা ধান কাটার কোন সুযোগ পাচ্ছেন না কৃষক। অধিকাংশ মাঠে পাকা ধানের গোছা থেকে জমিতেই ঝরে পড়ে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। কৃষকরা জানান, আলুর জমির ধান কেটে একই জমিতে এখন রোপা-আমন ধানের চারা রোপনের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ধান কাটতে না পেরে চারা রোপনের প্রস্তুতিও নেওয়া যায়নি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জৈষ্ঠমাসের শেষ দিকে জমির ধান পাক ধরা মাত্র যারা ধান কেটেছেন তাদের সমস্যা হয়নি।কিন্ত্ত যারা খড় করার আশায় জমির ধান পুরোপুরি পাকার জন্য অপেক্ষা করেছিল তারা সমস্যায় পড়েছে।এদিকে পুরো মাঠের ধান একই সঙ্গে পাকায় ধান কাটা যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টর) মেশিন দিয়েও কভার করা যাচ্ছে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিলো। আলু তোলার পর পুরো জমিতেই টি-আমণ ধান চাষ করেছেন কৃষকরা। আষাঢ়ের প্রথম দিন থেকে টানা বৃষ্টিতে বর্তমানে বেশির ভাগ জমিতে পানি জমেছে। এতে শ্রমিকরা ধান কেটে মাঠ থেকে আনতে পারছেন না। তবে রাস্তার ধারের কিছু কিছু জমি থেকে ট্রাক্টরে কাটা ধান নিয়ে আশা হচ্ছে। অধিকাংশক্ষেত্রে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কেটে অল্প সময়ের মধ্যেই সড়কের ধারে সরাসরি বস্তাবন্দি করা হচ্ছে। বস্তাবন্দি করা ধান সড়কের ধার থেকেই ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন পাইকার ব্যবসায়ীরা।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, যেসব আলুর জমি থেকে এখনো ধান কাটা সম্ভব হয়নি সেসব জমিতে রোপা আমন ধানের আবাদ বিলম্বিত হতে পারে।


প্রিন্ট