গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে ঘরের দরজা ভেঙে পুলিশ উপপরিদর্শক রাম প্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
–
রাম প্রসাদ সরকারের মা মীনা রানী সরকার জানান, বাড়িতে আমি ও আমার স্বামী ছিলাম বৃহস্পতিবার মধ্যরাতে 10-12জন ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নেয়। আমাদের চিৎকার আসপাশের লোকজন এগিয়ে আসলে তারা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
–
এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন জানান, ঘটনার তদন্ত করে মামলার প্রস্তুতি চলছে।
প্রিন্ট