কুষ্টিয়া দৌলতপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলে-ঢালা ভাবে।
সকাল থেকেই উপজেলার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পরতে হয়েছে দূর দূরান্তের যাত্রিদের। এদিকের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে উপজালার সড়কগুলোতে গণপরিবহন ছাড়া সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে।
সকাল থেকে সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো প্রিকেটার। হয়নি কোথাও মিছিল-সমাবেশ। যথা নিয়মেয় অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, দোকানপাট খুলেছে।
দুপুর ১২ টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপরদিকে বিএনপির অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার বেশ কিছু স্থানে শান্তি সমাবেশ করছে উপজেলা আওয়ামী লীগ।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালে সড়কে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ দেখা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল টিম কাজ করছে যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।
প্রিন্ট