নরসিংদীতে পুলিশের অভিযানে ছাত্র শিবিরের সদর থানার সভাপতিসহ চারজনকে আটক করেছে নরসিংদী থানা পুলিশ। (২৮ অক্টোবর) বিষয়টি এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
(ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, নরসিংদীতে ২৭/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) /২৫ – ডি এর তদন্তে প্রকাশিত মামলায়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- ১) গাজীপুর জেলার কাপাশিয়া থানার দক্ষিনগাও টানপাড়া এলাকার (আলাউদ্দিন হুজুরের বাড়ি) মো: আলাউদ্দিনের ছেলা জুনায়েদ (২২), জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন মোছলেমাবাদ গ্রামের আকন্দ বাড়ি এলাকার মো: জুয়েল রানার ছেলে ও সদর থানা ছাত্র শিবিরের সভাপতি শাহরিয়ার ইসলাম সাহেদ (২০), নরসিংদীর রায়পুরা থানার মির্জারচর গ্রামের পশ্চিমপাড়া বড় বাড়ির রিয়াজত উল্লাহর ছেলে মাসুম (২১), ৪) নরসিংদী সদর থানার গাবতলি পুরানপাড়া মির্জা ভিলার মুজিবর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন আকিব (১৯)।
গ্রেফতারকৃত সকল আসামিরা নরসিংদী সদর থানার এ/পি- গাবতলি পুরান পাড়া মোছলেমার বাসার ভাড়াটিয়া।
নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, এর নির্দেশনায় (২৭ অক্টোবর) দিবাগত রাত একটা সময় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্সসহ অভিযান পরিচলনা করে নরসিংদী গাবতলি এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করেন।
উক্ত আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখিত আসামীরা মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে নরসিংদী পুলিশ সুপার জানান।
প্রিন্ট