নরসিংদীতে নাশকতা ও বিস্ফোরক আইনে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪২ নেতাকর্মীর নামে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। গত (২২ অক্টোবর) নরসিংদীর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত ঘটনায় গত ২২/১০/২৩ইং রাত বারোটা বিশ মিনিটে, নরসিংদী সদর থানাধীন চিনিসপুর এলাকার দিদার এর বাড়িতে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক ও অস্ত্র শস্ত্র সহ সমবেত হয়ে পুলিশের কাজে বাধা দেন। বিস্ফোরণ ঘটানো ও বিস্ফোরক দ্রব্য, হেফাজতের রাখায়। নরসিংদী মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
আসামিরা হলেন, ১) দিদার হোসেন (৪০) পিতা মৃত-গয়েস উল্লাহ, সাং- চিনিসপুর, থানা ও জেলা- নরসিংদী। ২) ইকবাল হোসেন (৬০) পিতা মৃত- হাজী মনিরুজ্জামান মাস্টার সাং-দিলার পুর, নজরপূর, থানা ও জেলা – নরসিংদী। ৩) আবু ফারুক (৫১) পিতামৃত- রহমত উল্লাহ সাং- কালাই গোবিন্দপুর থানা ও জেলা- নরসিংদী। ৪) মোহাম্মদ আলী ( ৪০) পিতামৃত- হাবিবুর রহমান সাং- চিনিসপুর থানা ও জেলা- নরসিংদী।
এই সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ৫টি ইটের টুকরা উদ্ধার করেছেন বলে জানান পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা বলে একাধিক সূত্রে জানা যায়।
তাদের আটক করে ৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এই বিষয়ে এস আই কামরুজ্জামান বাদী হয়ে এজাহার নামীয় অজ্ঞাতনামাসহ ৪২ জনকে আসামিকরে নিয়মিত মামলা রুজু করেন।
প্রিন্ট