ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা Logo মাগুরায় শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় জালিয়াতি করে চাকরির অভিযোগ Logo মুকসুদপুরে সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ Logo মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ Logo তানোরে সার চোরাচালানের মহোৎসব! Logo ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন Logo রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দির ‘উকুন খোটা’ স্কুল এখন দেশসেরা হওয়ার অপেক্ষায় Logo তানোরের নারায়নপুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান Logo বাঘায় গলা কেটে হত্যা, নিহতের ভাইরা ভাই রায়হান গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নেদারল্যান্ডস ২৬৩ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কাকে

লখনৌতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ছয় ব্যাটার ব্যর্থ হয়ে ফিরে যান সাজঘরে। এরপর এঙ্গেলব্রেখট ও ফন বিকের রেকর্ড জুটিতে বড় ২৬২ রান করল নেদারল্যান্ডস। বিশ্বকাপের ইতিহাসে সপ্তম উইকেটে এই দুই ডাচ ব্যাটারের ১৪৩ বলে ১৩০ রানই এখন সর্বোচ্চ।

ব্যাট করতে নেমে ওপেনার বিক্রমজিত সিং চতুর্থ ওভারের চতুর্থ বলে ৪ রানের মাথায় লেগ বিফোর হয়ে ফিরেন কাসুন রাজিথার বলে। আরেক ওপেনার ম্যাক্স ওডাউডকে তুলে নেন রাজিথা। এই ওপেনার ২৭ বলে ১৬ করে হন বোল্ড আউট। কলিন অ্যাকারমেনকেও রাজিথা ফেরান ২৯ (৩১) রানে।

চার নম্বরে ব্যাট করতে নামা বাস ডে লিডিকে ৬ (২১) রানে বিদায় করেন দিলসান মাধুশাঙ্কা। এরপর তেজা নিদামানুরুকেও মাধুশাঙ্কা বিদায় করেন ৯ রানে। মাত্র ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ বলে ১৬ রান করে বোল্ড হন থেকসানার বলে।

দলীয় ৯১ রানে ৬ উইকেট হারিয়ে যখন দিশেহারা ডাচরা, তখন শক্ত হাতে প্রতিরোধ করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ফন বিক। সাতে নেমে এঙ্গেলব্রেখট ৮২ বলে ৭০ রানের ইনিংস খেলেন। তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা। আটে নেমে ফন বিক একটি করে চার ও ছয়ের সাহায্যে ৭৫ বলে করেন ৫৯ রান। বিশ্বকাপের মঞ্চে তো বটেই, ওয়ানডে ক্যারিয়ারেই এঙ্গেলব্রেখট ও ফন বিক পান নিজেদের প্রথম ফিফটির স্বাদ।

দুজনের বিদায়ের পর বাকি চার ব্যাটারের কেউই পার হতে পারেননি দশ রানের কোঠা। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কার হয়ে সমান ৪টি করে উইকেট নেন মাধউশাঙ্কা ও রাজিথা। ১ উইকেট নেন থেকসানা। চলতি আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি লঙ্কানরা। অন্যদিকে নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা

error: Content is protected !!

নেদারল্যান্ডস ২৬৩ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কাকে

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
সময়ের প্রত্যাশা স্পোর্টস ডেক্স :

লখনৌতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ছয় ব্যাটার ব্যর্থ হয়ে ফিরে যান সাজঘরে। এরপর এঙ্গেলব্রেখট ও ফন বিকের রেকর্ড জুটিতে বড় ২৬২ রান করল নেদারল্যান্ডস। বিশ্বকাপের ইতিহাসে সপ্তম উইকেটে এই দুই ডাচ ব্যাটারের ১৪৩ বলে ১৩০ রানই এখন সর্বোচ্চ।

ব্যাট করতে নেমে ওপেনার বিক্রমজিত সিং চতুর্থ ওভারের চতুর্থ বলে ৪ রানের মাথায় লেগ বিফোর হয়ে ফিরেন কাসুন রাজিথার বলে। আরেক ওপেনার ম্যাক্স ওডাউডকে তুলে নেন রাজিথা। এই ওপেনার ২৭ বলে ১৬ করে হন বোল্ড আউট। কলিন অ্যাকারমেনকেও রাজিথা ফেরান ২৯ (৩১) রানে।

চার নম্বরে ব্যাট করতে নামা বাস ডে লিডিকে ৬ (২১) রানে বিদায় করেন দিলসান মাধুশাঙ্কা। এরপর তেজা নিদামানুরুকেও মাধুশাঙ্কা বিদায় করেন ৯ রানে। মাত্র ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ বলে ১৬ রান করে বোল্ড হন থেকসানার বলে।

দলীয় ৯১ রানে ৬ উইকেট হারিয়ে যখন দিশেহারা ডাচরা, তখন শক্ত হাতে প্রতিরোধ করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ফন বিক। সাতে নেমে এঙ্গেলব্রেখট ৮২ বলে ৭০ রানের ইনিংস খেলেন। তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা। আটে নেমে ফন বিক একটি করে চার ও ছয়ের সাহায্যে ৭৫ বলে করেন ৫৯ রান। বিশ্বকাপের মঞ্চে তো বটেই, ওয়ানডে ক্যারিয়ারেই এঙ্গেলব্রেখট ও ফন বিক পান নিজেদের প্রথম ফিফটির স্বাদ।

দুজনের বিদায়ের পর বাকি চার ব্যাটারের কেউই পার হতে পারেননি দশ রানের কোঠা। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কার হয়ে সমান ৪টি করে উইকেট নেন মাধউশাঙ্কা ও রাজিথা। ১ উইকেট নেন থেকসানা। চলতি আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি লঙ্কানরা। অন্যদিকে নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।


প্রিন্ট