মানিক কুমার দাসঃ
রোটারী বর্ষ ২০২৫-২০২৬ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোটারী ক্লাব অব ফরিদপুর এবং রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের যৌথ উদ্যেগে আজ মঙ্গলবার রোটারি বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
–
এ উপলক্ষে সকাল ৭ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উদ্ভোধন করেন রোটারী ক্লাব ফরিদপুরের সভাপতি রোটারিয়ান শিমুল হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি রোটারিয়ান ডাক্তার এম এ জলিল, সাবেক সভাপতি ডাক্তার মোঃ ইউনুস আলী, রোটারিয়ান খন্দকার খালিদ বিন মোর্শেদ।
–
বক্তারা রোটারি ক্লাবের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন রোটারি ক্লাবের কার্যক্রম সেবামূলক কার্যক্রম। আমরা চাই সাধারণ মানুষের পাশে থাকতে তাদের সুখে- দুখে সমানভাবে অংশীদার হতে। আর তাই লেখাপড়া, স্বাস্থ্য খাত , সাংস্কৃতিক ও সামাজিক ভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিগত দিনে ভূমিকা রেখেছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে ।
–
অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান এ্যাডঃ অলোকেশ রায়। বর্ষবরণ রেলিটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে ডিসি অফিস, এস পি অফিস হয়ে স্বাধীনতা চত্বর কোর্ট কম্পাউন্ডে গিয়ে শেষ হয়।
–
এ সময় ফরিদপুর রোটারী ক্লাব ও ফরিদপুর নিউ টাউন ক্লাবের সকল নেত্ববৃন্দ এবং রোটারেক্ট ক্লাবের সকল সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রিন্ট