মোল্লা জসিমউদ্দিন,
প্রতি ৩ মিনিট অন্তর দেশে ১ জন মানুষ প্রাণ হারান। তবে কোন যুদ্ধে নয়! তারা প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়। বেশিরভাগ পথ দুর্ঘটনার অন্তরালে থাকে সচেতনতার অভাব। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ স্থানীয় এ.কে.এম উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তায় তথ্যচিত্র প্রদর্শন ও বৃক্ষ রোপন করে। জনহিতকর এ কাজে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, স্থানীয় থানার আইসি মধুসূদন ঘোষ, কৈচর পুলিশ ফাঁড়ির আইসি মৃদুল ঘোষ প্রমুখ। এ সময় স্কুলের সীমানা প্রাচীরের মধ্যে কিছু ফলদ চারা গাছ রোপন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা মূলক নানা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, স্থানীয় থানার আইসি মধুসূদন ঘোষ মহাশয়।
জানতে চাইলে এ.কে.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিশঙ্কর ভট্টাচার্য জানান, পুলিশ প্রশাসনের এ উদ্যোগ প্রশংসা পাওয়ার যোগ্য। এতে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমবে। এজন্য সড়কে চলাচলকারী সকলকে সতর্ক হতে হবে।
প্রসঙ্গত, এ.কে.এম উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে গেছে ৭ নং রাজ্য সড়ক। এছাড়া নুতনহাট- দুর্গাপুর, নুতনহাট- কাটোয়া, নুতনহাট- বোলপুর রুটে চলাচলকারী অসংখ্য যানবাহনের চাপ থাকে এ সড়কে। ব্যস্ততম সড়কে কিভাবে রাস্তা পার হতে হবে তার বিস্তারিত বিবরণ এদিন উঠে আসে পুলিশ অফিসারদের বক্তব্যে।
প্রিন্ট