ইসমাইল হােসন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
–
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়।
–
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও পুলিশ।
–
অভিযান সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে বাঁশগ্রাম বাজারের নিউ সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভাণ্ডারের মালিক শচীন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
–
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট