বাঘায় আমদানি নিষিদ্ধ চল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আফতাব হোসেন ওরফে রেন্টু (৩৭), ও শাহাবুল আলী (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঢাকা গামী সুপার সনি পরিবহনের বাঘা কাউন্টার থেকে বুধবার (১৮-অক্টবর) ভোরে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদ সংবাদ সুত্রে বুধবার ভোর ৪টায় ঢাকাগামি সুপার সনি পরিবহনটি বাঘা থেকে ছেড়ে যাওয়ার আগ মূহুর্তে সেখানে অভিযান চালিয়ে চারঘাট উপজেলার শিবপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে আফতাব হোসেন ওরফে রেন্টুর কাছ থেকে ২০ বোতল, এবং একই উপজেলার ডাকরা গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহাবুল আলীর কাছ থেকে ২০ বোতলসহ মোট চল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও তাদের আটক করা হয়।
এর আগের দিন উপজেলার আলাইপুর সীমান্ত এলাকা থেকে ১২১ বোতল ফেন্সিডিল সহ আব্দুর রউফ ওরফে ঝুন্টু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে রাজশাহী র্যাব। আব্দুর রউফ ওরফে ঝুন্টু উপজেলার আলাইপুর (গাবতলী পাড়া) গ্রামের আকরাম আলীর ছেলে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, র্যাব ও পুলিশের অভিযানে মাদক সহ আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকানে মামলার তিন আসামীকে আদালতে সোপর্দ করা হযেছে।
প্রিন্ট