উম্মে মাইসুন। দেশের সর্বকনিষ্ঠ অনলাইন জনপ্রিয় ইংলিশ শিক্ষিকা। মাইসুন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মেয়ে। মা-বাবার সঙ্গে আসেন আমিরাতে।
প্রবাসীরা তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে তার সাথে মতবিনিময় ও আড্ডার আয়োজন করে। বুধবার দুবাইয়ের কাসার আল শামস হোটেল হলরুমে প্রবাসীরা এই আড্ডার আয়োজন করেন। কারণ তাকে উৎসাহ প্রদানের পাশাপাশি তার ইংরেজি ভাষার উপর দক্ষতা বাচনভঙ্গি ও উপস্থাপনা এবং তাকে দেখে অন্য শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে। এমন প্রত্যাশা নিয়েই মূলত এ আয়োজন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসিম উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেলের সহধর্মিনী মিসেস তাসলিম জিনাত নিফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ রুবেল, ইয়াসমিন ইসলাম মেরোনা, নিশাত জাহান চৌধুরী নিশু, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, গাউছিয়া কমিটির নাখিল শাখার সভাপতি মোঃ ওসমান গনি, প্রেসক্লাব এর সভাপতি শিবলী আল সাদিক, সাংবাদিক মাহবুব হাসান হৃদয়, ইশতিয়া আসিফ, শামসুর রহমান সোহেল, ইয়াসিন খোকন, খোরশেদ আলম, সাগর দেবনাথ প্রমুখ।
প্রিন্ট