রাজশাহীর বাঘায় বিদুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় আসবাবপত্রসহ ৬প্রাণী পুড়ে মারা গেছে। মালিকের দাবি এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । বুহসপতিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের খোরশেদ আলীর বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
খোরশেদ আলী জানান, বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। বিষয়টি জানার পর আগুন নিয়ন্ত্রনে নেওয়ার আগেই ৩টি ঘরের আসবাবপত্রসহ ১টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে।
উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেসন অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই ৬প্রাণীসহ বাড়ির আসবাবপত্র পুড়ে যায়। মালিকের প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রাত ১২ টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে পাশের বাড়িগুলো রক্ষা কররা গেছে। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে অবগত করেন।
প্রিন্ট