কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয় সিয়াম (২২)। একদিন পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ীপাড়া গ্রামের হুজুর শিহাব আলীর ছেলে সিয়াম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেলে সিয়াম প্রতিদিনের ন্যায় পদ্মা নদী পার হয়ে চরে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছিল। নদী পাড়ি দেওয়ার সময় আকস্মিকভাবে সে পানিতে ডুবে যায়।
- আরও পড়ুনঃ মিরপুরে ট্রেনে কাটাপড়ে মৃত্যু
পরে বাড়ি ফিরে না আসলে বাড়ির লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পরদিন শুক্রবার ১৩ ই অক্টোবর সকাল ১১টার সময় ভেড়ামারা ফায়ার সার্ভিস এর ডুবুরি দল গিয়ে সিয়ামের মরদেহ নদী থেকে উদ্ধার করে।
এই ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়ে। শত শত মানুষ সিয়ামের লাশ দেখার জন্য ভিড় করে।
প্রিন্ট