কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটাপড়ে সোমেলা খাতুন (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১২ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি নিরাপত্তা বাহিনীর হাবিলদার আতিকুর রহমান।
নিহত নারী কুষ্টিয়া সদর উপজেলার পার্টিকাবাড়ী ইউনিয়নের নকলো গ্রামের ভবার আলীর স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সোমেলা খাতুন নামে ওই বৃদ্ধ নারী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই নিহত হোন।
খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রিন্ট