কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ থেকে কোরানীপাড়া রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি ও নিন্মমানের ইট দিয়ে কাজ চানালোর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
দির্ঘ ২ বছর আগে ঠিকাদার মশিউর রহমান, ও হামিদ মিয়া মাধ্যমে কাজ শুরু হলেও রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়া এবং নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় জনমনে প্রশ্ন উঠেছে আদোও কি রাস্তাটি টেকসই হবে নাকি নির্মাণের কয়েকমাসের মধ্যেই মরণফাঁদে তৈরী হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায় দায়সারা কাজ করে যাচ্ছেন তারা। রাস্তার ধারে কয়েকটি পুকুরের পাশে গাইডওয়ালের পরিবর্তে মাটির বস্তা এবং বাঁশের খুটি ব্যবহার করেছে যা সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়বে রাস্তার অংশ। এলাকাবাসীর দাবি ভালোমানের সামগ্রী কাজে লাগিয়ে রাস্তাটি টেকসই করা হোক যাতে যাতায়াতের সুবিধা হয়।
- আরও পড়ুনঃ e-Paper-10.10.2023
এবিষয়ে ঠিকাদার মশিউর রহমান কে একাধিকবার কল করলেও সে রিসিভ করেনি।
প্রিন্ট