আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১২:৩৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১০, ২০২৩, ৬:৫৯ পি.এম
নাগেশ্বরী কালীগঞ্জে দায়সারা রাস্তার কাজঃ কয়েকমাসের ব্যাবধানে আবার মরণফাঁদ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ থেকে কোরানীপাড়া রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি ও নিন্মমানের ইট দিয়ে কাজ চানালোর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
দির্ঘ ২ বছর আগে ঠিকাদার মশিউর রহমান, ও হামিদ মিয়া মাধ্যমে কাজ শুরু হলেও রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়া এবং নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় জনমনে প্রশ্ন উঠেছে আদোও কি রাস্তাটি টেকসই হবে নাকি নির্মাণের কয়েকমাসের মধ্যেই মরণফাঁদে তৈরী হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায় দায়সারা কাজ করে যাচ্ছেন তারা। রাস্তার ধারে কয়েকটি পুকুরের পাশে গাইডওয়ালের পরিবর্তে মাটির বস্তা এবং বাঁশের খুটি ব্যবহার করেছে যা সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়বে রাস্তার অংশ। এলাকাবাসীর দাবি ভালোমানের সামগ্রী কাজে লাগিয়ে রাস্তাটি টেকসই করা হোক যাতে যাতায়াতের সুবিধা হয়।
এবিষয়ে ঠিকাদার মশিউর রহমান কে একাধিকবার কল করলেও সে রিসিভ করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha