ফরিদপুর শহর দর্জি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও সমাবেশ আজ দুপুর ১২ টায় শহরের নিউমার্কেটে অনুষ্ঠিত হয়। দর্জি শ্রমিকদের কাজের মুজুরি বৃদ্ধির দাবিতে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ লিখন সহ-সভাপতি চুন্নু মিয়া , যুগ্ম সম্পাদক নিজামুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য সজল কুমার ঝন্টু প্রমূখ।
- আরও পড়ুনঃ জুয়ার আসরে প্রতিদিন কোটি টাকা হাতবদল!
সভায় বক্তারা বলেন বর্তমান বাজারে দ্রব্যমূল্যে বাড়ছে কিন্তু আমাদের মুজুরি বাড়ছে না। আর যে কারণে সামান্য বেতন নিয়ে আমাদেরকে সংসার চালাতে মারাত্মক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে । আমরা এ ব্যাপারে মালিকদের জানালেও তারা কোনো ব্যবস্থা না নেবার কারণে আজ বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে জানানো হয়।
এরপর একটা বিক্ষোভ মিছিল মার্কেট প্রদক্ষিণ করে।
প্রিন্ট