ফরিদপুরের নগরকান্দায় ক্যাডার বৈষম্য নিরসনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা সর্বাত্নক কর্মবিরতি পালন করেছে।
সোমবার সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সংগঠন নগরকান্দা মহাবিদ্যালয় ইউনিটের আয়োজনে একদিনের এ সর্বাত্নক কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকরা।
অধ্যক্ষ পদকে তৃতীয় শ্রেণী গ্রেডেসহ এক গুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অর্জিত প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন।
সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক শাহানা শামীম বলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের যৌক্তিক নানাবিধ দাবি আদায় না হলে আগামী ১০,১১ ও ১২ অক্টোবর লাগাতার কর্মসূচী পালন করা হবে। এসময় মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট