আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২, ২০২৩, ৩:২৭ পি.এম
নগরকান্দায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন

ফরিদপুরের নগরকান্দায় ক্যাডার বৈষম্য নিরসনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা সর্বাত্নক কর্মবিরতি পালন করেছে।
সোমবার সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সংগঠন নগরকান্দা মহাবিদ্যালয় ইউনিটের আয়োজনে একদিনের এ সর্বাত্নক কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকরা।
অধ্যক্ষ পদকে তৃতীয় শ্রেণী গ্রেডেসহ এক গুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অর্জিত প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন।
সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক শাহানা শামীম বলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের যৌক্তিক নানাবিধ দাবি আদায় না হলে আগামী ১০,১১ ও ১২ অক্টোবর লাগাতার কর্মসূচী পালন করা হবে। এসময় মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha