কুষ্টিয়ার মিরপুরে এবার ট্রেনের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এক কজি পাঁচশ গ্রাম কোকেন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক জানান, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারত থেকে আসা এক কেজি পাঁচশ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
প্রসঙ্গত, এর আগে রবিবার (২৭ আগস্ট) কুষ্টিয়ায় ট্রেন থেকে এক কেজি চারশ’ গ্রাম হেরোইন জব্দ করেন বিজিবি সদস্যরা। রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারত থেকে আসা ওই হেরোইন জব্দ করে।
প্রিন্ট