মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে মিরপুর উপজেলার প্রশিক্ষিত দুস্থ যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন,গরীব ছাত্রীদের জন্য বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ, ক্যান্সার ও কিডনী রোগীদের চেক, যুব ঋণের চেক, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই,সোমবার দুপুরে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরিফিন, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ঝরদার, মর্জিনা খাতুন, সহকারি কমিশনার ভূমি হারুন অর রশিদ সহ আরও অনেকে।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন আমরা আমরা উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে অসহায় দুস্হ প্রশিক্ষীত যুব মহিলাদের মধ্যে ১৮৬ টি সেলাই মেশিন, ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত অসহায় রোগিদের মাঝে ৮২ জনকে ৫০ হাজার করে ৪১ লাখ টাকার চেক বিতরণ, নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য গরীব মেধাবী ছাত্রীদের মাঝে ৩০ টি বাইসাইকেল, উপজেলা পর্যায়ে এস এসসি ও দাখিল মাদরাসায় সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব স্বারক প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থাসহ মিরপুর উপজেলার ৫৪ টি ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করলাম।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (মাধ্যমিক) ও (প্রাথমিক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও প্রাথমিকে বিজয়ীদের মাঝে সম্মাননা। এছাড়াও হ্যান্ডবল, ক্রিকেট খেলাধুলা সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও কৃষকদের মাঝে বীজ সার ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রিন্ট