কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা কচাকাটা শিরিষপুর মাদারগঞ্জ বসিরিয়া দাখিল মাদরাসার সুপারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উক্ত মাদরাসার সুপার আইয়ুব আলী চতুর্থ শ্রেনীর চারটি শুন্যপদে নিয়োগের লক্ষে যথারীতি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
এরই আলোকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ডিজির প্রতিনিধি মনোনয়ন প্রদান করেন। গত ১৫ জুলাই শনিবার সকাল ১০ঘটিকায় ডিজির প্রতিনিধি হিসেবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, অভিভাবক সদস্য ও সদস্য সচিব সহ সকলের উপস্থিতিতে মাদরাসার অফিস কক্ষে নিয়োগ পরীক্ষা আনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় কিছু কুচক্রী মহল নিয়োগ বানচাল করার জন্য ষড়যন্ত্র করে হৈচৈ সৃষ্টি করে। মাদরাসার সুপার অভিযোগ করে বলেন, নিয়োগ সম্পন্ন করার পর মাদরাসা ত্যাগ করার সময় তার সাথে থাকা ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে তেনাকে হেনস্থা করা হয়।
শুধু তাই নয় তিনি আরও বলেন, আমার সম্মান হানি করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কর্তৃপক্ষের সু দৃষ্টি আকর্ষণ করছি।
প্রিন্ট