ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন চান্দ্রা ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মালিগ্রাম নামক স্থানে আজ দুপুরে ঢাকা হতে খুলনাগামী যাত্রীবাহী দোলা পরিবহন বাস দ্রুত গতিতে হানিফ পরিবহন বাসকে ওভারটেক করার সময় সংঘর্ষে হানিফ পরিবহন বাসটি রাস্তায় উল্টিয়ে গেলে ঘটনাস্থলেই হানিফ পরিবহনের সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান(৪৫),
মারা যান ।
তার দেশের বাড়ি শরীয়তপুর।
এ ঘটনায় আরো এবং ৮/১০ জন যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ পরিচালনা করছেন। বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে ।
এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
প্রিন্ট