আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের জন্য দলমত নির্বিশেষে সকল গণমাধ্যমকে সত্যের পক্ষে থেকে জনগণের কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তবেই আমরা দেশ ও জনগণের কল্যান বয়ে আনতে পারবো।
সোমবার (৩ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়ার পিটিআই রোডে মাহবুব উল আলম হানিফ এমপির নিজ বাসভবনের সামনে মঞ্চে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পেরিয়ে ২১ বছর উদযাপন করা হয়।
এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ মুসতানজিদ, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।
এ সময় বক্তারা বলেন, এনটিভি একটি জনপ্রিয় বাঙালির বেসরকারি স্যাটেলাইট টেলিভিশ। এনটিভি সুস্থ বিনোদন আর নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতার আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সম্পাদক সোহেল রানা (জিটিভি ও যায়যায়দিন), বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, ইন্ডিপেনডেন্ট টিভি কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, দেশটিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কাইসার, বিএমএফ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন প্রমুখ। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট