ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন বাঙ্গালীদের বাংলা সাংস্কৃতি ধরে রাখতে হবে। তিনি বলেন বর্তমানে বাঙ্গালী তাদের সাংস্কৃতি ভুলে ভিনদেশী সাংস্কৃতি চর্চা করছে। যা বাঙ্গালী জাতীর জন্য লজ্জাজনক। আমাদের দেশীয় সাংস্কৃতি রক্ষায় কাজ করতে হবে। তিনি আরও বলেন শেখ হাসিনার সরকার সকল শ্রেণীর জনগণকে স্বাধীন ভাবে তাদের পেশা পলনের সহযোগীতা করছে।
তিনি গত রবিবার রাতে উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে সেচ্ছাসেবী সংগঠন “তেরেনামের” ২০ বছর পুর্তি উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। পরে তিনি সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, জেলা পরিষদের সদস্য ইখলাস আলী ফকির, সদরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ আরো অনেকে। তেরেনামের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দেশবরেণ্য সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, শিল্পী ঐশী ও ফকির সাহেবসহ বিভিন্ন শিল্পীবৃন্দ ।
প্রিন্ট