ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে রাস্তায় নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ Logo দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ Logo আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হোসেনউদ্দীন হোসেনের জীবন সংকটাপন্ন Logo নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার Logo তানোরে পলিনেট হাউস প্রকল্পে অনিয়ম! Logo মাগুরায় বোরো ধানে সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি মাঠ দিবস অনুষ্ঠিত Logo মাগুরায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন Logo লালপুর উপজেলা নির্বাচন প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর Logo তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo ১৪ বছর বয়সে ডিগ্রি পাস করেন দৌলতপুরের এক চেয়ারম্যান প্রার্থী !
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

র‌্যাব সদস্য ভয় দেখিয়ে ভেড়ামারায় জমি দখল করে দোকানঘর নির্মান

কুষ্টিয়ার ভেড়ামারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এক র‌্যাব সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই জমি দখলে বাধা দিতে গিয়ে র‌্যাব সদস্যের হাতে মারধরের শিকার হওয়ার কথা জানিয়েছেন পাউবোর এক কর্মচারী। গত বুধবার বিকেলের ওই ঘটনায় পরদিন বৃহস্পতিবার থানায় মামলা করেছেন তিনি। এ ছাড়া পাউবোর সংশ্লিষ্ট অঞ্চলের উপসহকারী প্রকৌশলী তার জীবনের নিরাপত্তা চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, পাউবো কর্মীদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠা মো. এনামুল (৪০) সেনাসদস্য। তিনি পেষণে বর্তমানে র‌্যাব-৮-এ কর্মরত আছেন। তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া পাউবোর ভেড়ামারা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী অসীম কুমার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান, পৌর মেয়র ও থানাতে লিখিত অভিযোগ করেছেন। আর মারধরের শিকার কুষ্টিয়া পাউবোর কার্যসহকারী ফয়সাল হোসেন লিখিত এজাহার জমা দেন ভেড়ামারা থানায়। যদিও পুলিশ এজাহার থেকে র‌্যাব সদস্য এনামুলের নাম বাদ দিতে বাধ্য করে বলে অভিযোগ মামলার বাদী ফয়সালের।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১জুন বুধবার বিকেলে কে বা কারা ভেড়ামারায় জিকে প্রধান সেচখাল ও ডাকবাংলো সংলগ্ন সরকারি ভূ-সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ করছে। এমন সংবাদ পাওয়ামাত্র পাউবোর উপসহকারী প্রকৌশলী অসীম কুমার ও কার্যসহকারী ফয়সাল হোসেন ঘটনাস্থলে হাজির হন এবং দোকান নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ করেন। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মচারী-কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখতে পেয়ে আচমকা শহিদুল মিস্ত্রী ও এনামুলসহ আরও ২/৩ জন অজ্ঞাত লোক এসে আমাদের ওপর হামলা করে এবং উপর্যুপরি মারধর করতে শুরু করে।

মামলার বাদী ফয়সাল হোসেন অভিযোগ করে বলেন, এনামুল হক তার অপর সহযোগীসহ আমাকে মারধর করছিল আর ভয় দেখিয়ে বলছিল যে, “তুই আমাকে চিনিস? তোকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দিলে কিছুই হবে না”। এই বলে বেধড়ক মারধর করতে থাকে। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলী অসীম কুমার কাজ বন্ধের অনুরোধ করলে তাকেও আটকে রাখে এনামুল।

মারধরের শিকার হওয়ার পর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন বলে জানান ফয়সাল।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভেড়ামারার ফারাকপুর জিকে কলোনি সড়কের বাসিন্দা মৃত বাল্লেক মিস্ত্রির ছেলে র‌্যাব সদস্য মো. এনামুল হকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তার বিষয়ে তথ্য জানতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, এনামুল হক র‌্যাব-৮-এ কর্মরত, বর্তমানে তিনি ৮ দিনের ছুটিতে আছেন।

এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইলিয়াস খান বলেন, এনামুল যদি র‌্যাবের পরিচয় ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি করে এবং কোনো ভুক্তভোগীর যদি লিখিত অভিযোগ থাকে আমার কাছে দিতে পারেন। আমি সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে সেটি প্রেরণের ব্যবস্থা করব।

পাউবো কর্মীকে মারধরের ঘটনায় মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, জোরপূর্বক অবৈধভাবে মারধর করে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্লকের কার্যসহকারী ফয়সাল হোসেন বাদী হয়ে দেওয়া এজাহার মামলা হিসেবে রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের ভেড়ামারা অঞ্চলে বিস্তীর্ণ জায়গার জমি নানাভাবে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নানা অবকাঠামো গড়ে তুলছে। এসবের বিরুদ্ধে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো সত্ত্বেও কিছুদিন পর আবারও তারা আমাদের জায়গায় ঘর নির্মাণ করে। এসবে বাধা দিলেই তারা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়ে হামলা ও মারধর করে। গত বুধবারও সেই একই ঘটনা ঘটেছে। এ ষিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে এবং ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে।

পাউবো প্রকৌশলীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

 

 

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে রাস্তায় নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

error: Content is protected !!

র‌্যাব সদস্য ভয় দেখিয়ে ভেড়ামারায় জমি দখল করে দোকানঘর নির্মান

আপডেট টাইম : ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এক র‌্যাব সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই জমি দখলে বাধা দিতে গিয়ে র‌্যাব সদস্যের হাতে মারধরের শিকার হওয়ার কথা জানিয়েছেন পাউবোর এক কর্মচারী। গত বুধবার বিকেলের ওই ঘটনায় পরদিন বৃহস্পতিবার থানায় মামলা করেছেন তিনি। এ ছাড়া পাউবোর সংশ্লিষ্ট অঞ্চলের উপসহকারী প্রকৌশলী তার জীবনের নিরাপত্তা চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, পাউবো কর্মীদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠা মো. এনামুল (৪০) সেনাসদস্য। তিনি পেষণে বর্তমানে র‌্যাব-৮-এ কর্মরত আছেন। তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া পাউবোর ভেড়ামারা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী অসীম কুমার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান, পৌর মেয়র ও থানাতে লিখিত অভিযোগ করেছেন। আর মারধরের শিকার কুষ্টিয়া পাউবোর কার্যসহকারী ফয়সাল হোসেন লিখিত এজাহার জমা দেন ভেড়ামারা থানায়। যদিও পুলিশ এজাহার থেকে র‌্যাব সদস্য এনামুলের নাম বাদ দিতে বাধ্য করে বলে অভিযোগ মামলার বাদী ফয়সালের।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১জুন বুধবার বিকেলে কে বা কারা ভেড়ামারায় জিকে প্রধান সেচখাল ও ডাকবাংলো সংলগ্ন সরকারি ভূ-সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ করছে। এমন সংবাদ পাওয়ামাত্র পাউবোর উপসহকারী প্রকৌশলী অসীম কুমার ও কার্যসহকারী ফয়সাল হোসেন ঘটনাস্থলে হাজির হন এবং দোকান নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ করেন। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মচারী-কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখতে পেয়ে আচমকা শহিদুল মিস্ত্রী ও এনামুলসহ আরও ২/৩ জন অজ্ঞাত লোক এসে আমাদের ওপর হামলা করে এবং উপর্যুপরি মারধর করতে শুরু করে।

মামলার বাদী ফয়সাল হোসেন অভিযোগ করে বলেন, এনামুল হক তার অপর সহযোগীসহ আমাকে মারধর করছিল আর ভয় দেখিয়ে বলছিল যে, “তুই আমাকে চিনিস? তোকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দিলে কিছুই হবে না”। এই বলে বেধড়ক মারধর করতে থাকে। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলী অসীম কুমার কাজ বন্ধের অনুরোধ করলে তাকেও আটকে রাখে এনামুল।

মারধরের শিকার হওয়ার পর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন বলে জানান ফয়সাল।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভেড়ামারার ফারাকপুর জিকে কলোনি সড়কের বাসিন্দা মৃত বাল্লেক মিস্ত্রির ছেলে র‌্যাব সদস্য মো. এনামুল হকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তার বিষয়ে তথ্য জানতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, এনামুল হক র‌্যাব-৮-এ কর্মরত, বর্তমানে তিনি ৮ দিনের ছুটিতে আছেন।

এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইলিয়াস খান বলেন, এনামুল যদি র‌্যাবের পরিচয় ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি করে এবং কোনো ভুক্তভোগীর যদি লিখিত অভিযোগ থাকে আমার কাছে দিতে পারেন। আমি সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে সেটি প্রেরণের ব্যবস্থা করব।

পাউবো কর্মীকে মারধরের ঘটনায় মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, জোরপূর্বক অবৈধভাবে মারধর করে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্লকের কার্যসহকারী ফয়সাল হোসেন বাদী হয়ে দেওয়া এজাহার মামলা হিসেবে রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের ভেড়ামারা অঞ্চলে বিস্তীর্ণ জায়গার জমি নানাভাবে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নানা অবকাঠামো গড়ে তুলছে। এসবের বিরুদ্ধে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো সত্ত্বেও কিছুদিন পর আবারও তারা আমাদের জায়গায় ঘর নির্মাণ করে। এসবে বাধা দিলেই তারা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়ে হামলা ও মারধর করে। গত বুধবারও সেই একই ঘটনা ঘটেছে। এ ষিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে এবং ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে।

পাউবো প্রকৌশলীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

 

 

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি।