গৌরব সংগ্রাম সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
এ লক্ষে আজ শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীরা সকাল ১০টায় ফুলবাড়ীয়া পৌরসভা কার্যালয়ের সামনে উপস্থিত হন। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা সারা বাজার প্রদক্ষিণ করে দলীয় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে পৌরসভা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম গাঁথা ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, শামছুল হক চেয়ারম্যান,অধ্যাপক আবুল হোসাইন, মমিনুল ইসলাম হযরত, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, উপদেষ্টা পরিষদের সদস্য বাবু সুকুমার চক্রবর্তী, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জবান আলী, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন, কৃষক লীগের যুগ্ন আহবায়ক মাহবুব জামেল, শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মনির উদ্দিন, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, ফারুক আহম্মেদ মৎস্যজীবি লীগের আহবায়ক আনিছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, তাতীলীগের সভাপতি চান মিয়া, বক্তব্য রাখেন। সভায় দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ হান্নান, আনোয়ার হোসেন ও মাহবুবুল কাদের মাসুমের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে অংশ নেয়। এছাড়া বালিয়ান, পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগ সহ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ বিশাল মিছিল সহকারে অংশ নেন। সভাকে সফল করতে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নেয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। বিপুল সংখ্যক নেতাকর্মী ও লোকজনের উপস্থিতি প্রমান করে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ একটি স্মার্ট আওয়ামী লীগ। বাংলাদেশ ডিজিটাল থেকে পিছনের দিকে যাবে না শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়া এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের নিতে হবে।
এ জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। রাজনৈতিক প্রতিযোগীতায় একটি মহল হেরে গিয়ে ষড়যন্ত্র করছে। সকলকে সজাগ থাকতে হবে। যাতে ষড়যন্ত্রকারীরা দলের ক্ষতি করতে না পারে।
প্রিন্ট