ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপিতে টিসিবি পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টিসিবির পণ‍্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ ওঠেছে এক ডিলারের বিরুদ্ধে। সরকার কর্তৃক নির্ধারিত  ৩৪০ টাকায় টিসিবির পণ‍্য বিক্রি করার কথা থাকলেও সুবিধা ভোগীদের কাছ থেকে  ৩৬০ নেন ওই ডিলার।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে টিসিবির পণ‍্য  বিতরণের সময়  এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার  পাইকেরছড়া ইউনিয়নে ৩ হাজার ৩৫৩ টি পরিবারের জন‍্য টিসিবির কার্ড বরাদ্দ দেওয়া হয়। টিসিবির মাল বিতরণের জন‍্য ভূরুঙ্গামারী বাজারের ব‍্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হাশেম ট্রেডার্স ডিলার নিযুক্ত হন। এই কার্ডের মাধ্যমে  দুই লিটার সয়াবিন  তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুরের ডাল দেওয়ার কথা থাকলেও চিনির বরাদ্দ না থাকায়  ২ কেজি মসুরের ডাল এবং দুই লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
এর সরকারি মূল্য ৩৪০ টাকা থাকলেও ৩৬০ টাকায়  বিক্রি করার অভিযোগ ওঠেছে সংশ্লিষ্ট ডিলার হাশেম ট্রেডার্স এর স্বত্বাধিকারী একরামুল হক বাবলু  এর বিরুদ্ধে। টিসিবির কার্ড ধারীরা এ নিয়ে প্রতিবাদ করলে তুমুল হট্টগোল বাধে। এক পর্যায় বাধ্য হয়ে ৩৪০ টাকায় কিছু কার্ড ধারীর মাঝে পণ‍্য বিক্রি করেন ওই ডিরার।
এ বিষয়ে ভুক্তভোগী  রহমত, নুরুল্লাহ, হাছেন আলীসহ আরো অনেকেই বলেন, আমাদের  কাছ থকে দুই কেজি তেল ও দুই কেজি মশুরের ডাল ৩৬০ টাকা নেয় পরে আমরা জানতে পারি সরকারি রেট ৩৪০ টাকা অতিরিক্ত টাকা ডিলারের কাছে ফেরত চাইলে ফেরৎ দেয়নি।
এ বিষয়ে  ডিলার একরামুল হক  বাবলু  ৩৬০ টাকায় করার কথা শিকার করলেও কেন ২০ টাকা  বেশি নিচ্ছে  এর কোন জবাব দেননি।
ইউপি সদস্য  আবু সায়াদাত মোঃ বজলুর রহমান জানান, সংশ্লিষ্ট ডিলার প্রথমে ৩৬০ টাকায় বিক্রি করলেও স্থানীয়দের প্রতিবাদের মুখে পরে ৩৪০ টাকায় বিক্রি  করেছে।
এই বিষয়ে পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান  আব্দুর রাজ্জাক সরকার বলেন আমি বিষয়টি নিয়ে ডিলার এর সাথে কথা বলেছি,  বতর্মান সরকারি মূল্য  তার জানা ছিলো না। যানার পর সরকারি  মূল্যে  সে বিক্রি করেছে। যাদের থেকে বেশি  নিয়েছে  তাদের টাকা পরবর্তীতে  বতরণের সময় সমন্বয় করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপিতে টিসিবি পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ

আপডেট টাইম : ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টিসিবির পণ‍্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ ওঠেছে এক ডিলারের বিরুদ্ধে। সরকার কর্তৃক নির্ধারিত  ৩৪০ টাকায় টিসিবির পণ‍্য বিক্রি করার কথা থাকলেও সুবিধা ভোগীদের কাছ থেকে  ৩৬০ নেন ওই ডিলার।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে টিসিবির পণ‍্য  বিতরণের সময়  এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার  পাইকেরছড়া ইউনিয়নে ৩ হাজার ৩৫৩ টি পরিবারের জন‍্য টিসিবির কার্ড বরাদ্দ দেওয়া হয়। টিসিবির মাল বিতরণের জন‍্য ভূরুঙ্গামারী বাজারের ব‍্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হাশেম ট্রেডার্স ডিলার নিযুক্ত হন। এই কার্ডের মাধ্যমে  দুই লিটার সয়াবিন  তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুরের ডাল দেওয়ার কথা থাকলেও চিনির বরাদ্দ না থাকায়  ২ কেজি মসুরের ডাল এবং দুই লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
এর সরকারি মূল্য ৩৪০ টাকা থাকলেও ৩৬০ টাকায়  বিক্রি করার অভিযোগ ওঠেছে সংশ্লিষ্ট ডিলার হাশেম ট্রেডার্স এর স্বত্বাধিকারী একরামুল হক বাবলু  এর বিরুদ্ধে। টিসিবির কার্ড ধারীরা এ নিয়ে প্রতিবাদ করলে তুমুল হট্টগোল বাধে। এক পর্যায় বাধ্য হয়ে ৩৪০ টাকায় কিছু কার্ড ধারীর মাঝে পণ‍্য বিক্রি করেন ওই ডিরার।
এ বিষয়ে ভুক্তভোগী  রহমত, নুরুল্লাহ, হাছেন আলীসহ আরো অনেকেই বলেন, আমাদের  কাছ থকে দুই কেজি তেল ও দুই কেজি মশুরের ডাল ৩৬০ টাকা নেয় পরে আমরা জানতে পারি সরকারি রেট ৩৪০ টাকা অতিরিক্ত টাকা ডিলারের কাছে ফেরত চাইলে ফেরৎ দেয়নি।
এ বিষয়ে  ডিলার একরামুল হক  বাবলু  ৩৬০ টাকায় করার কথা শিকার করলেও কেন ২০ টাকা  বেশি নিচ্ছে  এর কোন জবাব দেননি।
ইউপি সদস্য  আবু সায়াদাত মোঃ বজলুর রহমান জানান, সংশ্লিষ্ট ডিলার প্রথমে ৩৬০ টাকায় বিক্রি করলেও স্থানীয়দের প্রতিবাদের মুখে পরে ৩৪০ টাকায় বিক্রি  করেছে।
এই বিষয়ে পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান  আব্দুর রাজ্জাক সরকার বলেন আমি বিষয়টি নিয়ে ডিলার এর সাথে কথা বলেছি,  বতর্মান সরকারি মূল্য  তার জানা ছিলো না। যানার পর সরকারি  মূল্যে  সে বিক্রি করেছে। যাদের থেকে বেশি  নিয়েছে  তাদের টাকা পরবর্তীতে  বতরণের সময় সমন্বয় করা হবে।

প্রিন্ট