সবার মুখে মুখে একই কথা, ভেড়ামারা – মিরপুর বাসি আমরা কি পেলাম আর কি হারালাম।রাজনীতির জোটের কারণে ভেড়ামারা-মিরপুর বাসি যে মহা মুল্যবান রত্নটি হারিয়েছি তাঁর নাম মাহবুব-উল-আলম হানিফ।
বর্তমানে তিনি কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ সদস্য। তাঁকে মানুষ বলে হানিফ সাহেব কুষ্টিয়ার উন্নয়নের রুপকার। তাঁর হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন। কুষ্টিয়ার বাসির দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হয়েছে হরিপুর সেতু , তৈরি হয়েছে দীর্ঘদিনের প্রতিক্ষিত কুষ্টিয়া মেডিকেল কলেজ, তৈরি হয়েছে কুষ্টিয়া বাসির চাওয়া পাওয়া কুষ্টিয়া বাইপাস সড়ক। প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখন শুধু সময়ের ব্যাপার মাত্র ।
কুষ্টিয়া সদর আসনের তাঁর উন্নয়নের ছোঁয়া লাগে নাই এমন জায়গা খুঁজে পাওয়া যাবেনা।কুষ্টিয়ার সাধক লালন ফকিরের নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন অনুমোদিত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির নাম হবে ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’।
মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা অনুযায়ী বর্ণিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত ‘লালন বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্থাপন অনুযায়ী অনুমতি প্রদান করা হলো।
- আরও পড়ুনঃ টাকার প্রবাহ কমবে বাড়বে সুদহার
কুষ্টিয়ার হাউজিং এস্টেট এলাকায় প্রতিষ্ঠিত হতে যাওয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মিসেস ফৌজিয়া আলম বলেও জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।
এর সবগুলোই হয়তো ভেড়ামারা- মিরপুর বাসির পাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য ভেড়ামারাবাসীর।
প্রিন্ট