‘‘নদী পুকুর ডোবা খাল পরিষ্কার রাখবো চিরকাল’’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা ভূবনেশ্বর নদীর কচুরিপানা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ভূবনেশ্বর নদী পর্যন্ত গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে ভাষানচর ইউনিয়ন সংলগ্ন ভূবনেশ্বর নদীর একাংশ পরিষ্কারের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, জন প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সদরপুরে সকল নদ-নদী পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ ভূবনেশ^র নদের একাংশ পরিষ্কার করে অনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছি। উপজেলার নদ-নদী দূষণ মুক্ত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জন প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাব।
প্রিন্ট