ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি’র কর্মীসভায় মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ Logo মধুখালীতে ফুলসজ্জা গাড়ীতে অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে রাজকীয় বিদায় Logo ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের দ্বি- বার্ষিক সম্মেলন Logo বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপি’র মানবিক সহায়তার খাবার বিতরণ Logo শালিখায় মাদকদ্রব্য গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক Logo কুষ্টিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন Logo প্রসূতির মৃত্যু! ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা Logo বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা Logo চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে অভিযান, ৪ ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা Logo মধুখালীতে হবে পুলিশ অথবা মাদক- দুটো একসঙ্গে নয়ঃ -পুলিশ সুপার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় ৩ প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচন আগামী ১২ জুন। এ ওয়ার্ডের সদস্য কাজল সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতীক নিয়ে বকুল আহমেদ বিপুল, মোরগ প্রতীক নিয়ে শামীম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান ও তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা লড়ছেন।

বুধবার (৭ জুন) দিবাগত রাতে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিনের বাড়িতে কাফন কাপড়সহ সামগ্রী পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল বলেন, ‘আমি নির্বাচনে প্রচারণার প্রথম দিন থেকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। বুধবার রাতের যে কোনো সময় আমার বাড়ির ভিতরে কে বা কারা কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।’

এ বিষয়ে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, ‘প্রচারণা শেষে আমরা বাসায় ফিরে দেখি, বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি সব রেখে গেছে। সঙ্গে সঙ্গে থানার ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। পুলিশ এসে পলিথিনের ভিতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট। এখন যদি দাফনের কাফন রেখে যায়, তাহলে সাধারণ মানুষ তো আর ভোটকেন্দ্রে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’

 

এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি’র কর্মীসভায় মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

error: Content is protected !!

কুষ্টিয়ায় ৩ প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচন আগামী ১২ জুন। এ ওয়ার্ডের সদস্য কাজল সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতীক নিয়ে বকুল আহমেদ বিপুল, মোরগ প্রতীক নিয়ে শামীম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান ও তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা লড়ছেন।

বুধবার (৭ জুন) দিবাগত রাতে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিনের বাড়িতে কাফন কাপড়সহ সামগ্রী পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল বলেন, ‘আমি নির্বাচনে প্রচারণার প্রথম দিন থেকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। বুধবার রাতের যে কোনো সময় আমার বাড়ির ভিতরে কে বা কারা কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।’

এ বিষয়ে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, ‘প্রচারণা শেষে আমরা বাসায় ফিরে দেখি, বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি সব রেখে গেছে। সঙ্গে সঙ্গে থানার ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। পুলিশ এসে পলিথিনের ভিতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট। এখন যদি দাফনের কাফন রেখে যায়, তাহলে সাধারণ মানুষ তো আর ভোটকেন্দ্রে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’

 

এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।


প্রিন্ট