জেলা প্রশাসক সম্মেলন- ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক( ২১) নির্দেশনা মোতাবেক সমগ্র মাগুরা জেলায় তালগাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসক মাগুরা।
আজ সোমবার দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া(ইউপি)জুনারী গ্রামের দক্ষিণপাড়া কালিদাশখালী বিলের মেঠো রাস্তার দু-পাশ দিয়ে স্থানীয় কৃষকদের সহায়তায় এ গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সমগ্র মাগুরা জেলায় তাল গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে।
তিনি বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও আমাদেরকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে।গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে তালগাছ হবে আগামী দিনের কৃষিওকৃষক পরিবেশের বান্ধব।পাশাপাশি পাখিদের নিরাপদ আবাস স্থল গড়বে তাল গাছের নিবিড় বনায়ন।তাই বেশি করে তাল গাছ লাগায় বজ্রপাত হতে মৃত্যুর হার কমায়।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহামিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম,
জেলা প্রশাসকের এমন কর্মসূচির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ জনগণ।
প্রিন্ট