ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাশিয়ানীতে ভুয়া প্রত্যয়ন দেওয়ায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা Logo পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশের সেহেরী বিতরণ অনুষ্ঠিত Logo ফরিদপুরের ‌রথ খোলা পতিতালয় থেকে উদ্ধার হল দুই তরুণীঃ পাচার চক্রের নারী পারু বেগমকে আটক করেছে পুলিশ Logo ঈশ্বরদীতে কোকেন ব্যবসায়ী আটক Logo নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন পানচাষীরা Logo মৌসুমে আয় ১০ লাখ টাকাঃ স্ট্রবেরি চাষে সফল পাবনার কৃষক নজরুল ইসলাম Logo বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে মারপিট Logo পাংশায় পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার Logo মহম্মদপুরে বজ্রপাতে কোরআনের হাফেজ সহ দুই যুবকের মৃত্যু Logo দৌলতপুরের পদ্মার চর কৃষকের স্বপ্নের সমাহার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দেশে এলো ভারতীয় পেঁয়াজ, কেজি নামতে পারে ৩০ টাকায়

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে আমদানি শুরু হয়েছে হিলি, বেনাপোল ও সোনামসজিদ স্থলবন্দরে। পেঁয়াজ আমদানির প্রথম দিনেই প্রভাব পড়েছে বাজারে। এক দিনের ব্যবধানের স্থানভেদে কেজিতে ২৫-৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুটি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এন আলম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এই বন্দর দিয়ে ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে ১৪টি আমদানিকারক প্রতিষ্ঠান।হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ হারুন বলেন, গত ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করায় আজ সোমবার পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হয়েছে।
১৫০ থেকে ২০০ ডলারে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতে প্রতি কেজি আমদানীকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হবে।এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার ২৫৬ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এতে এক হাজার ৫৬ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে আরো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।এই বন্দরের অন্যতম পেঁয়াজ আমদানিকারক মেসার্স নূর এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, কৃষি মন্ত্রণালয়ের পূর্বের ইস্যুকৃত আইপি (ইমপোর্ট পারমিট) সংশোধন করে দীর্ঘ বন্ধের পর পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। খুব দ্রুতই এ পথে আরো পেঁয়াজ আমাদানি হবে। এতে দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে। দাম অনেক কমে আসবে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন (৩ ট্রাক) পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন এক আমদানিকারক। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই দুই লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৫ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বছরের ১৫ মার্চ থেকে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ করে দেয় সরকার। পরদিন ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সম্প্রতি পেঁয়াজের কেজি ১০০ টাকায় গিয়ে দাঁড়ায়।

অন্যদিকে সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে পণ্যটির দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে মাত্র এক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ২৫ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, দ্রুতই খুচরায়ও দাম কমে আসবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাশিয়ানীতে ভুয়া প্রত্যয়ন দেওয়ায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

error: Content is protected !!

দেশে এলো ভারতীয় পেঁয়াজ, কেজি নামতে পারে ৩০ টাকায়

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে আমদানি শুরু হয়েছে হিলি, বেনাপোল ও সোনামসজিদ স্থলবন্দরে। পেঁয়াজ আমদানির প্রথম দিনেই প্রভাব পড়েছে বাজারে। এক দিনের ব্যবধানের স্থানভেদে কেজিতে ২৫-৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুটি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এন আলম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এই বন্দর দিয়ে ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে ১৪টি আমদানিকারক প্রতিষ্ঠান।হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ হারুন বলেন, গত ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করায় আজ সোমবার পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হয়েছে।
১৫০ থেকে ২০০ ডলারে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতে প্রতি কেজি আমদানীকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হবে।এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার ২৫৬ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এতে এক হাজার ৫৬ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে আরো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।এই বন্দরের অন্যতম পেঁয়াজ আমদানিকারক মেসার্স নূর এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, কৃষি মন্ত্রণালয়ের পূর্বের ইস্যুকৃত আইপি (ইমপোর্ট পারমিট) সংশোধন করে দীর্ঘ বন্ধের পর পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। খুব দ্রুতই এ পথে আরো পেঁয়াজ আমাদানি হবে। এতে দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে। দাম অনেক কমে আসবে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন (৩ ট্রাক) পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন এক আমদানিকারক। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই দুই লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৫ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বছরের ১৫ মার্চ থেকে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ করে দেয় সরকার। পরদিন ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এর পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সম্প্রতি পেঁয়াজের কেজি ১০০ টাকায় গিয়ে দাঁড়ায়।

অন্যদিকে সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে পণ্যটির দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে মাত্র এক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ২৫ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, দ্রুতই খুচরায়ও দাম কমে আসবে।