ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে – জেলা প্রশাসক Logo নাটোরের চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিস্কুট, শরবত, বিতারন করছেন পরিবেশ কর্মীরা Logo কালুখালীতে অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo বাওড়ে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার Logo নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এর কেন্দ্রীয় দায়িত্বে Logo কুমারখালীর সেই ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করলো বন বিভাগ Logo খোকসায় উপজেলা ক্যাম্পাসে বন বিভাগের গেট ভেঙ্গে চাপা পড়ে শিশুর মৃত্যু Logo দৌলতপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক ২ Logo সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু Logo দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানি করে কারাগারে যুবক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্যের ঘেরকাটাঃ ৯৯৯ কল পেয়ে কাজ বন্ধ করলো পুলিশ

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্য নির্মল গুপ্তের ঘেরকাটা শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে আজ ৩১মে বুধবার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে। এরকম অনিয়ম কাজে বাধা দিতে গেলে প্রতিবেশি একই গ্রামের কৃষ্ণপদ দত্তের উপর চড়াও হন ওই নির্মল গুপ্ত ও তার গুন্ডা বাহিনী নিয়ে। পরে ৯৯৯ কল করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় ।

এমন খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে যেয়ে ছবি তুলতে গেলে মেম্বরের গুন্ডা বাহিনী তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নিতে আসে। এ ব্যপারে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষ্ণপদ দত্ত।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেনাহাটী পশ্চিমপাড়ায় সরকারি হালট দাগ নং হালনাগাদ ৩০৬, পাশের দাগ নং হালনাগাদ ৩০৭, এই উভয় দাগ নং এর জমিতে আজ ৩১/০৫/২৩ ইং তারিখ বুধবার বেলা ১১ টার সময় অবৈধ দখল করে ঘের কাটা শুরু করে স্থানীয় ইউপি সদস্য নির্মল গুপ্ত, অলিপ দত্ত, শংকর গুপ্ত, শুভ গুপ্ত, নিরান গুপ্ত সহ ১০/১২ জন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ যেয়ে ঘের কাটার কাজ বন্ধ করে দেন ।

এ বিষয়ে কৃষ্ণপদ দত্ত বলেন, বেনাহাটী মৌজার জে,এল নং-৮০ এর ৩০৬ নং দাগে আমাদের পৈতৃক সম্পত্তি ও ৩০৭ নং দাগের সরকারী হালট জোরকরে ভোগদখল করার জন্য প্রতিবেশি বেনাহাটী গ্রামের নির্মল গুপ্ত (৫২),অলিপ দত্ত (৩০),শংকর গুপ্ত (৫৮), শুভ গুপ্ত (২৮) সহ ১০/১২ জন উক্ত জমিতে প্রবেশ করে ঘের কাটা শুরু করলে আমি তাদেরকে বাধা দিতে গেলে তাদের দা-সাবল লাটি-শোঠা নিয়ে আমাকে মারপিট করিতে উদ্যত হয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই ও জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুুর রহমান বলেন,৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে – জেলা প্রশাসক

error: Content is protected !!

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্যের ঘেরকাটাঃ ৯৯৯ কল পেয়ে কাজ বন্ধ করলো পুলিশ

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্য নির্মল গুপ্তের ঘেরকাটা শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে আজ ৩১মে বুধবার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে। এরকম অনিয়ম কাজে বাধা দিতে গেলে প্রতিবেশি একই গ্রামের কৃষ্ণপদ দত্তের উপর চড়াও হন ওই নির্মল গুপ্ত ও তার গুন্ডা বাহিনী নিয়ে। পরে ৯৯৯ কল করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় ।

এমন খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে যেয়ে ছবি তুলতে গেলে মেম্বরের গুন্ডা বাহিনী তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নিতে আসে। এ ব্যপারে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষ্ণপদ দত্ত।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেনাহাটী পশ্চিমপাড়ায় সরকারি হালট দাগ নং হালনাগাদ ৩০৬, পাশের দাগ নং হালনাগাদ ৩০৭, এই উভয় দাগ নং এর জমিতে আজ ৩১/০৫/২৩ ইং তারিখ বুধবার বেলা ১১ টার সময় অবৈধ দখল করে ঘের কাটা শুরু করে স্থানীয় ইউপি সদস্য নির্মল গুপ্ত, অলিপ দত্ত, শংকর গুপ্ত, শুভ গুপ্ত, নিরান গুপ্ত সহ ১০/১২ জন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ যেয়ে ঘের কাটার কাজ বন্ধ করে দেন ।

এ বিষয়ে কৃষ্ণপদ দত্ত বলেন, বেনাহাটী মৌজার জে,এল নং-৮০ এর ৩০৬ নং দাগে আমাদের পৈতৃক সম্পত্তি ও ৩০৭ নং দাগের সরকারী হালট জোরকরে ভোগদখল করার জন্য প্রতিবেশি বেনাহাটী গ্রামের নির্মল গুপ্ত (৫২),অলিপ দত্ত (৩০),শংকর গুপ্ত (৫৮), শুভ গুপ্ত (২৮) সহ ১০/১২ জন উক্ত জমিতে প্রবেশ করে ঘের কাটা শুরু করলে আমি তাদেরকে বাধা দিতে গেলে তাদের দা-সাবল লাটি-শোঠা নিয়ে আমাকে মারপিট করিতে উদ্যত হয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই ও জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুুর রহমান বলেন,৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।