জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কলেজ পর্যায়ে চমক দেখিয়েছে কাদিরদী ডিগ্রি কলেজ।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ ২৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত এ কলেজটি। যে সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে কাদিরদী কলেজঃ- শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. ইশারত আলী, শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন,
শ্রেষ্ঠ রোভার হৃদয় চৌধুরী, শ্রেষ্ঠ শিক্ষার্থী মোসা. সুরাইয়া পারভীন সুইটি, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, নজরুল সংগীতে (গ) তুহিন মোল্যা, নৃত্য (উচ্চাঙ্গ) সিনথিয়া রহমান।
এছাড়াও নির্বাচিত বাংলা কবিতা আবৃত্তি (গ) রিয়া মনি, উচ্চাঙ্গ সংগীত (গ) জয়ন্তী রানী দাস, নির্ধারিত বক্তৃতা (গ) নাসিম শেখ, কেরাত (গ) শোয়ায়েব আহমেদ, লোক নৃত্য (গ) সুরাইয়া পারভীন সুইটি, দলীয় জারী গান (গ) মেহেদী হাসানের দল, তাৎক্ষণিক অভিনয় (ঘ) হৃদয় চৌধুরী, লোক নৃত্য (ঘ) হৃদয় চৌধুরী, নৃত্য (উচ্চাঙ্গ ঘ) হৃদয় চেীধুরী, রবীন্দ্র সংগীত (ঘ) জয়ন্তী রানী দাস, দলীয় জারী গান (ঘ) সূচনা ও তার দল, কেরাত (ঘ) শাহ আলম, হামদ/নাত (ঘ) শাহ আলম, নির্বাচিত বাংলা কবিতা আবৃত্তি (ঘ) রুপা খাতুন, রবীন্দ্র সংগীত (ঘ) রুপা খাতুন। জেলা পর্যায়ে হৃদয় চৌধুরী দুটি ও রিয়া মনি একটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
জেলার শেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানও নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান মোল্যা।এছাড়া শ্রেষ্ঠ রোভার গ্রুপ এবং রোভার শিক্ষকও হয়েছেন কাদিরদী কলেজ থেকে।
উল্লেখ্য বোয়ালমারী উপজেলায় সাধারন শিক্ষায় দুটি সরকারি কলেজসহ ৫টি কলেজ রয়েছে। কলেজগুলো হলো- বোয়ারমারী সরকারি কলেজ, খরসুতীতে সরকারি বঙ্গবন্ধু কলেজ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, কাদিরদী ডিগ্রি কলেজ, বন্ডপাশায় হাজেরা মকবুল কলেজ।
এছাড়া একটি টেকনিক্যাল কলেজ ও একটি হোমিও কলেজ রয়েছে। গত ১৭ মে উপজেলা পর্যায়ে এবং ২২ মে জেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়।
প্রিন্ট