মিশিকুল মন্ডলঃ
জয়পুরহাটে এক নারীকে কলাবাগানে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ মামলার ভিত্তিতে দুই যুবককে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে জয়পুরহাট থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
গ্রেফতারকৃত যুবকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে জুলফিকার আলী (১৯) ও পৌর শহরের গাড়িয়া কান্ত মহল্লার রেজাউল ইসলামের ছেলে রেজুয়ান পারভেজ (১৯)। বৃহস্পতিবার দুপুরে রেজুয়ানকে নিজ বাড়ি থেকে এবং জুলফিকারকে খঞ্জনপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আটক করে পুলিশ।
.
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিক জানান, জয়পুরহাট সদর উপজেলায় বসবাসরত ৩৬ বছর বয়সী ওই নারী ৯ এপ্রিল রাতে মাহবুব আলম আব্দুল্লাহর (২৫) কাছে ২ হাজার টাকা ধার চান। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় নিয়ে গেলে আব্দুল্লাহ খঞ্জনপুরের মিশন পাড়ার বাসিন্দা টুলু মিয়ার ছেলে শাহীনুর রহমান শ্রাবণ (২২), জুলফিকার আলী ও রেজুয়ান পারভেজকে সেখানে ডাকেন। রাতেই তাদের ৩ জনের কাছে ওই নারীকে রেখে কৌশলে আব্দুল্লাহ সেখান থেকে সটকে পড়েন।
.
অভিযুক্তরা ওই নারীকে কুঠিবাড়ী ব্রিজের পশ্চিম পাড়ের অন্তঃত দেড় কিলোমটিার দূরে নিয়ে যান। কৌশলে সেখান থেকে ওই নারী পালিয়ে এসে খঞ্জনপুর যমুনা বাঁধ গ্রামের একজনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও ছুটে আসেন তারা। পরবর্তীতে তাকে পূর্ব পাথুরিয়া গ্রামের খোকনের কলাবাগানে নিয়ে গিয়ে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত গণধর্ষণ করেন। পরে পাশের পটলক্ষেতে নিয়ে গিয়ে আবারও রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ধর্ষণ করেন। ওই সময় অভিযুক্তরা ধূমপানে ব্যস্ত হয়ে পড়লে ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।
.
ওসি আরও জানান, পরবর্তীতে ভুক্তভোগী নারী আব্দুল্লাকে আসামি করে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করেন এবং তার দেয়া সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ এই দুজনকেও গ্রেফতার করেন। বর্তমানে শাহীনুর রহমান শ্রাবণ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি মো. নূর আলম সিদ্দিক। অভিযুক্তদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান
প্রিন্ট