ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ঘোড়ায় চড়ে বিয়ে, উৎসুক মানুষের ভিড়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের বোয়ালমারীতে ঘোড়ায় চড়ে কনের বাড়িতে যান বোরহান চৌধুরী নামে এক যুবক। এসময় তাকে দেখতে ভিড় জমান উৎসুক মানুষ। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার কুশাডাঙ্গা গ্রামের কনের বাড়িতে ১২০ বরযাত্রী নিয়ে যান তিনি।

.

বোরহান চৌধুরী উপজেলার পৌরসদরের ছোলনা গ্রামের মরহুম সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরীর ছেলে।

.

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কুশাডাঙ্গা গ্রামের মো. ফারুক শেখের মেয়ে ফারজানা রহমান তিম্মার সঙ্গে বিয়ে ঠিক হয় বোরহান চৌধুরীর। কনের বাড়ি প্রায় দেড় থেকে প্রায় দেড় কিলোমিটারের পথ। পুরো পথ ঘোড়ার পিঠে চড়ে যান বোরহান। ঘোড়ার পাশাপাশি মোটরসাইকেল, মাইক্রোবাসে অন্তত ১২০ জন বরযাত্রী ছিল তার সঙ্গে।

.

বোরহান চৌধুরীর ফুফাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনের উদ্যোগে এমন আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে উভয় পরিবার খুশি।’

.

কনের বাবা মো. ফারুক শেখ বলেন, ‘পুরোনো ঐতিহ্য ঘোড়ায় চড়ে বর আসা। এ দৃশ্যটি দেখে সবাই খুশি। একটি ভিন্নধর্মী বিয়ের উৎসবে পরিণত হয়েছে।’

.

স্থানীয় মহব্বত জান চৌধুরী বলেন, ‘এক সময় জমিদার পরিবারের সদস্যদের যেন ঘোড়া ছাড়া চলতোই না। এখন আর ঘোড়া হাঁকিয়ে রাজপুত্রের ছুটে চলার দৃশ্য চোখে পড়ে না। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে সেই ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার দৃশ্য দেখতে পেলাম। খুব ভালো লাগল ‘

.

বোয়ালমারী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন ‘সময়ের প্রত্যাশা’কে বলেন, ‘একসময় পালকি, ঘোড়া ও গরুর গাড়ি ছিল গ্রামবাংলার ঐতিহ্য। এখন সচরাচর এসব যানবাহন দেখা যায় না। অনেক দিন পর গ্রামবাংলার হারিয়ে যাওয়া সেই ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে যাওয়ার দৃশ্য দেখলাম।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গোমস্তাপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

error: Content is protected !!

ঘোড়ায় চড়ে বিয়ে, উৎসুক মানুষের ভিড়

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের বোয়ালমারীতে ঘোড়ায় চড়ে কনের বাড়িতে যান বোরহান চৌধুরী নামে এক যুবক। এসময় তাকে দেখতে ভিড় জমান উৎসুক মানুষ। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার কুশাডাঙ্গা গ্রামের কনের বাড়িতে ১২০ বরযাত্রী নিয়ে যান তিনি।

.

বোরহান চৌধুরী উপজেলার পৌরসদরের ছোলনা গ্রামের মরহুম সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরীর ছেলে।

.

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কুশাডাঙ্গা গ্রামের মো. ফারুক শেখের মেয়ে ফারজানা রহমান তিম্মার সঙ্গে বিয়ে ঠিক হয় বোরহান চৌধুরীর। কনের বাড়ি প্রায় দেড় থেকে প্রায় দেড় কিলোমিটারের পথ। পুরো পথ ঘোড়ার পিঠে চড়ে যান বোরহান। ঘোড়ার পাশাপাশি মোটরসাইকেল, মাইক্রোবাসে অন্তত ১২০ জন বরযাত্রী ছিল তার সঙ্গে।

.

বোরহান চৌধুরীর ফুফাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনের উদ্যোগে এমন আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে উভয় পরিবার খুশি।’

.

কনের বাবা মো. ফারুক শেখ বলেন, ‘পুরোনো ঐতিহ্য ঘোড়ায় চড়ে বর আসা। এ দৃশ্যটি দেখে সবাই খুশি। একটি ভিন্নধর্মী বিয়ের উৎসবে পরিণত হয়েছে।’

.

স্থানীয় মহব্বত জান চৌধুরী বলেন, ‘এক সময় জমিদার পরিবারের সদস্যদের যেন ঘোড়া ছাড়া চলতোই না। এখন আর ঘোড়া হাঁকিয়ে রাজপুত্রের ছুটে চলার দৃশ্য চোখে পড়ে না। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে সেই ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার দৃশ্য দেখতে পেলাম। খুব ভালো লাগল ‘

.

বোয়ালমারী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন ‘সময়ের প্রত্যাশা’কে বলেন, ‘একসময় পালকি, ঘোড়া ও গরুর গাড়ি ছিল গ্রামবাংলার ঐতিহ্য। এখন সচরাচর এসব যানবাহন দেখা যায় না। অনেক দিন পর গ্রামবাংলার হারিয়ে যাওয়া সেই ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে যাওয়ার দৃশ্য দেখলাম।’


প্রিন্ট